রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লাস্যময়ী সেই অভিনেত্রী পিছু ছাড়ছেন না কোহলির, একসঙ্গে উইম্বলডনে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

Avneet Kaur virat kohli anushka sharma

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন বলিউড অভিনেত্রী অভনীত কৌর। একসময় যিনি 'ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার্স'-এ নাচ দিয়ে নজর কাড়েন, আজ তিনি দেশের অন্যতম চর্চিত তারকা। আর এই বাড়তি আলোচনার কেন্দ্রে রয়েছেন ভারতীয় ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলির সঙ্গে তার ছবিতে!

সম্প্রতি উইম্বলডনের সেন্টার কোর্টে রয়্যাল বক্সে দেখা গেল বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে। তাঁরা উপভোগ করছিলেন নোভাক জকোভিচের ম্যাচ। কোহলির মুখে কিছুটা গম্ভীরতা ধরা পড়ে, যা নিয়ে ইন্টারনেটজুড়ে মিমের বন্যা।


বিজ্ঞাপন


আরও পড়ুন- লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি

virat_wimbeldon2025_avneet_kaur

অন্যদিকে, অভনীত কৌরও ইনস্টাগ্রামে উইম্বলডনের ছবি পোস্ট করেছেন। তাঁর হাস্যোজ্জ্বল ছবিতে স্পষ্ট, তিনি দারুণভাবে উপভোগ করছেন এই আন্তর্জাতিক টেনিস ইভেন্ট। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, তবে কি বিরাট ও অভনীত একসঙ্গে উইম্বলডনে উপস্থিত ছিলেন? যদিও একই ফ্রেমে দেখা না গেলেও, দুজনেই একই দিন বা কাছাকাছি সময়ে সেখানে উপস্থিত ছিলেন বলে মনে করছেন নেটিজেনরা।

আরও পড়ুন-সন্তান পালনের দায়িত্ব যেভাবে ভাগাভাগি করে নিয়েছেন কোহলি-আনুশকা


বিজ্ঞাপন


এই জল্পনা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। অনেকেই মনে করছেন, কোহলির মুখের গম্ভীরতা,  আনুশকার সঙ্গে উপস্থিতি এবং অভনীতের উপস্থিতি—এই পুরো বিষয়টি নিয়ে কিছু লুকানো গল্প আছে।

Virat_Kohli_Avneet_Kaur_Anushka_sharma_20250503_110157743

বিতর্ক হোক বা কাকতালীয়, অভনীত কৌর এই ঘটনার ফলে ফের একবার আলোচনার কেন্দ্রে। নিজের ক্যারিয়ারে বড় মাইলফলক ছোঁয়ার পথে রয়েছেন তিনি, আর বিরাট কোহলির মতো তারকার নামের সঙ্গে জড়ানো যেন তাঁকে আরও দ্রুত পৌঁছে দিচ্ছে মিডিয়ার শিরোনামে!

এর আগে আইপিএলের সময় অভনীতের একটি ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলির লাইক দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়। যদিও বিরাট এই লাইক দেওয়ার ঘটনা অস্বীকার করেন এবং পরবর্তীতে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে বিষয়টি ব্যাখা করেন। 

তবে বিতর্কের মাঝখানে দাঁড়িয়ে অনেকটাই লাভবান হন অভনীত। তাঁর ফলোয়ার বাড়ে, মিডিয়ার নজরেও চলে আসেন, ফলে আচমকাই বাড়ে তাঁর ব্র্যান্ড ভ্যালু। আর এবার উইম্বলডনে ফের একবার আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভনীত। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর