এশিয়া কাপ ২০২৫-এ আবারও মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদন অনুযায়ী, দুই দলকে একই গ্রুপে রাখার পরিকল্পনা করা হয়েছে। ফলে অন্তত দুবার তাদের মধ্যে হাইভোল্টেজ ম্যাচ দেখার সুযোগ থাকবে। গ্রুপ পর্বে একবার এবং এরপর সুপার সিক্সে। যদি উভয় দল ফাইনালে পৌঁছে, তাহলে দেখা যাবে তৃতীয় ম্যাচও।
বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) বার্ষিক সাধারণ সভায় এশিয়া কাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভার্চুয়ালি সভায় যোগ দেন বিসিসিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আট দলের এই টুর্নামেন্টের আয়োজক স্বত্ব থাকলেও ভারত নিজ দেশে আয়োজন না করে নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য সম্মতি দিয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
দুবাই ও আবুধাবিকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরে এগোচ্ছে বিসিসিআই ও এএসসি। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এশিয়া কাপ নিয়ে যেসব অনিশ্চয়তা ছিল, সেগুলো এখন কেটে গেছে। পাহালগামে সন্ত্রাসী হামলার পর টুর্নামেন্ট নিয়েই প্রশ্ন উঠেছিল, কিন্তু এখন সবুজ সংকেত মিলেছে। ইতোমধ্যে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তিও হয়েছে। তিনটি ভেন্যুর অনুমতি থাকলেও আপাতত দুটি ব্যবহার করার পরিকল্পনা।
ভেন্যু ও সূচি চূড়ান্ত করতে শিগগিরই বৈঠকে বসবেন বিসিসিআইর সহ-সভাপতি রাজীব শুক্লা ও পিসিবি চেয়ারম্যান ও এএসসি প্রেসিডেন্ট মোহসিন নকভি। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকেই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে দেখছে দলগুলো।
সব মিলিয়ে, এশিয়া কাপ ঘিরে উত্তেজনা আবারও তুঙ্গে। ভেন্যু নির্ধারণ আর সূচি প্রকাশের অপেক্ষা শুধু। এরপর থেকেই শুরু হবে ভারত-পাকিস্তান মহারণের জন্য কাউন্টডাউন।

