images

স্পোর্টস / ক্রিকেট

প্রায় ৯ কোটি পেল বাংলাদেশ, চ্যাম্পিয়নরা পাবে কত

স্পোর্টস ডেস্ক

১৫ মে ২০২৫, ০৬:০২ পিএম

টেস্ট ক্রিকেটের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে ও এর মর্যাদা আরও বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের ফাইনালের আগেই আইসিসি ঘোষণা দিয়েছে রেকর্ড পরিমাণ অর্থ পুরস্কারের। এই প্রথমবারের মতো ফাইনালের জয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের দুই আসরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

আরও পড়ুন-মুস্তাফিজকে দলে নেওয়ায় আইপিএলের ম্যাচ বয়কটের দাবি!

আগামী ১১ থেকে ১৫ জুন লন্ডনের ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডব্লিউটিসি চক্রের ফাইনাল ম্যাচ। এইবার মুখোমুখি হবে দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই চক্রজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। দক্ষিণ আফ্রিকা শেষ দুটি হোম সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে। অস্ট্রেলিয়া পেয়েছে ৬৭.৫৪ শতাংশ পয়েন্ট।

আরও পড়ুন- মুস্তাফিজকে নিয়ে সুখবর দিলো বিসিবি

ফাইনালে বিজয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন ডলার, আর রানার্সআপ দলও পাবে ২.১ মিলিয়ন ডলার। যা আগের দুইবারের চ্যাম্পিয়নের পুরস্কারের চেয়েও বেশি। ২০২১ সালে নিউজিল্যান্ড ও ২০২৩ সালে অস্ট্রেলিয়া শিরোপা জিতে পেয়েছিল ১.৬ মিলিয়ন ডলার করে। পরাজিত দল পেত মাত্র ৮ লাখ ডলার।

এবারের চক্রে ভারত তৃতীয় স্থান অর্জন করায় পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার। নিউজিল্যান্ড চতুর্থ হয়ে পাচ্ছে ১২ লাখ, ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৬০ হাজার, শ্রীলঙ্কা ৮ লাখ ৪০ হাজার, বাংলাদেশ ৭ লাখ ২০ হাজার (প্রায় ৯ কোটি টাকা), ওয়েস্ট ইন্ডিজ ৬ লাখ এবং নবম স্থানে থাকা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

আরও পড়ুন-
ডু অর ডাই ম্যাচ খেলতে পিএসএল যাচ্ছেন সাকিব!
ভারত-পাকিস্তান উত্তেজনার পর ফিরছে আইপিএল, প্লে-অফের সমীকরণ
যৌন কেলেঙ্কারির জালে রিয়াল তারকা
বার্সার শিরোপা উৎসবের অপেক্ষা বাড়ল রিয়াল

আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, এই অর্থ বৃদ্ধি মূলত টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার একটি প্রতীক। তিনটি চক্রেই টেস্ট চ্যাম্পিয়নশিপে যে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, সেটিকে আরও বেগবান করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাইনালের আগে টেস্ট ক্রিকেটের গুরুত্ব ও আবেগ তুলে ধরতে একটি প্রোমোশনাল ভিডিও প্রকাশ করেছে আইসিসি। এতে অংশ নিয়েছেন বর্তমান ও সাবেক অনেক তারকা ক্রিকেটার। ভিডিওটিতে তুলে ধরা হয়েছে কেন টেস্টকে বলা হয় ‘দ্য আলটিমেট টেস্ট’।