হুট করে আইপিএলের আলোচনায় চলে আসেন মুস্তাফিজুর রহমান। যখন আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ঘোষণা দেয় বাকি মৌসুমের জন্য ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে তারা। বুধবার জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে ফিজের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এই চুক্তি সম্পর্কে তারা অবগত নয়। তবে বৃহস্পতিবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, টাইগার কাটার মাস্টার পেয়েছেন অনাপত্তিপত্র (এনওসি)। তবে পুরো আইপিএল নয়, বাংলাদেশ দলের খেলা শেষ হওয়ার পর দিল্লির শেষ দুই ম্যাচে মাঠে নামার অনুমতি মিলেছে কাটার মাস্টারের।
বাংলাদেশ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। ১৭ ও ১৯ মে শারজায় হবে এই সিরিজের ম্যাচ দুটি। জানা গেছে, মুস্তাফিজ দলের সঙ্গে আমিরাত গেছেন এবং জাতীয় দলের সঙ্গে থাকার নিয়ম অনুযায়ী তাকে দুই ম্যাচেই খেলতে হবে।
| আরও পড়ুন- |
| ডু অর ডাই ম্যাচ খেলতে পিএসএল যাচ্ছেন সাকিব! |
| ভারত-পাকিস্তান উত্তেজনার পর ফিরছে আইপিএল, প্লে-অফের সমীকরণ |
| যৌন কেলেঙ্কারির জালে রিয়াল তারকা |
| বার্সার শিরোপা উৎসবের অপেক্ষা বাড়ল রিয়াল |
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, 'মোস্তাফিজ তো জাতীয় দলভুক্ত হয়ে ইতোমধ্যে আরব আমিরাতে গেছে। আমাদের নিয়ম অনুযায়ী জাতীয় দলে সুযোগ পেলে খেলতে হয়। দিল্লি আমাদের কাছে মুস্তাফিজকে তাদের শেষ তিনটি ম্যাচে পাওয়ার অনুরোধ করেছে। আমাদের ১৭ ও ১৯ তারিখে ম্যাচ আছে, এরপর সে দিল্লির শেষ দুই ম্যাচ খেলতে পারবে।'
বিজ্ঞাপন
আরও পড়ুন-পাকিস্তান যেতে সবুজ সংকেত বাংলাদেশের
আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি ক্যাপিটালসের লিগ পর্বের শেষ তিন ম্যাচ ১৮, ২১ ও ২৪ মে। বাংলাদেশের ম্যাচ ১৯ মে শেষ হওয়ার পর মুস্তাফিজ খেলতে পারবেন দিল্লির ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ।
ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে কিছুদিনের জন্য বন্ধ ছিল আইপিএল। নিরাপত্তাজনিত কারণে অনেক বিদেশি ক্রিকেটার ফিরে আসেননি, যার ফলে কিছুটা আলো হারিয়েছে চলতি মৌসুম। এই প্রেক্ষাপটে ফিজের অন্তর্ভুক্তি দিল্লির জন্য বড় স্বস্তি।

