images

ইসলাম

মসজিদের গাছের ফল ইমাম-মুয়াজ্জিন খেতে পারবে?

ধর্ম ডেস্ক

১৪ মে ২০২৪, ০৩:৫৩ পিএম

অনেক এলাকায় মসজিদের জমিতে বিভিন্ন ফলের গাছ লাগানো থাকে। ভরা মৌসুমে ফলমুলে ভরে উঠে গাছ। মসজিদের এই ফল সাধারণত বিক্রি করে মসজিদের ফান্ডেই জমা করা হয় এবং মসজিদের প্রয়োজনে খরচ করা হয়।

প্রশ্ন হলো- মসজিদের ইমাম-মুয়াজ্জিন বা দায়িত্বশীল কেউ এই ফল খেতে পারবেন কি না?

এর উত্তরে ইসলামি আইনজ্ঞরা বলেন, মসজিদের গাছের ফল মসজিদের মালিকানাধীন সম্পদ। আর মসজিদের মালিকানাধীন সম্পদ মসজিদের প্রয়োজনে ব্যয় করতে হয়। অতএব উক্ত ফল বিক্রি করে তার মূল্য মসজিদের প্রয়োজনে ব্যয় করতে হবে ৷ এগুলো ইমাম-মুয়াজজিন বা অন্যকারো জন্য খাওয়া জায়েজ হবে না। (আলমুহিতুল বুরহানি: ৯/১৩৮; রদ্দুল মুহতার: ৪/৩৫৯; ফতোয়ায়ে হিন্দিয়া: ২/৪১৭; আদ্দুররুল মুখতার: ৪/৪৩২)

আরও পড়ুন
মসজিদ নির্মাণ করার সওয়াব
মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া
নামাজ-দোয়া ছাড়া মসজিদে বসে থাকা যায়?
ইমামের কেরাত অশুদ্ধ হলে পেছনে দাঁড়িয়ে একাকী নামাজ পড়া যাবে?

তবে হ্যাঁ, মসজিদের জমিতে ফল গাছ যদি এ উদ্দেশ্যে লাগানো হয় যে, এর ফল মুসল্লিসহ অন্যরাও খেতে পারবে। তাহলে তা মুসল্লি ও অন্যদের জন্য খাওয়া জায়েজ হবে। অন্যথায় জায়েজ নয়। বরং তা বিক্রি করে পুরোটাই মসজিদের কাজে ব্যয় করা কর্তব্য। (ফাতাওয়ায়ে মাহমুদিয়া: ২১/৪৩৩, কেফায়াতুল মুফতি ১০/৩৫৬, আদদুররুল মুখতার: ৬/৬৪৮)