লাইফস্টাইল ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১২:২৭ পিএম
ক্রমশ বাড়ছে দূষণের পরিমাণ। এর প্রভাব পড়ছে আমাদের ত্বকে, চুলে। সামনেই আসছে শীতের মরসুম। রুক্ষ শুষ্ক আবহাওয়ায় দূষণের মাত্রা আরও বাড়ে। ফলে চুল হারায় প্রাণ। শীতকালে বাড়ে খুশকির সমস্যা। চুল রুক্ষ হয়ে যাওয়া, ডগা ফেটে যাওয়া, চুল লালচে হওয়া ইত্যাদি সমস্যাও দেখা দেয় এ সময়ে।
ঠান্ডা ও রুক্ষ আবহাওয়ায় চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি। শীতে চুলের যত্নে কী করবেন? চলুন জেনে নেওয়া যাক-

চুল ঢেকে রাখুন
ঘরের বাইরে বের হলে চুলে স্কার্ফ বা ওড়না জড়িয়ে নিন। এতে ধুলোবালি থেকে চুল রক্ষা পাবে। শীতকালে বাতাসে ধুলার পরিমাণ বাড়ে। যা চুলের জন্য বেশ ক্ষতিকর। চুল ঢেকে রাখলে সূর্যের কড়া রোদ থেকেও মুক্তি পাবেন।
>> আরও পড়ুন: চুলে কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম জানেন কি?
চুল পরিষ্কার রাখা
দূষণযুক্ত এলাকায় যাতায়াত করলে নিয়মিত চুল পরিষ্কার করুন। দরকারে প্রতিদিন শ্যাম্পু করুন। তবে কেবল শ্যাম্পু করলেই হবে না। এতে চুল বেশি রুক্ষ হয়ে যেতে পারে। বাড়তে পারে খুশকির সমস্যাও। চুল ও স্ক্যাল্প কিছুটা ময়শ্চারাইজড রাখাও প্রয়োজন।

অয়েল ম্যাসাজ ও সিরাম
শীতকালে চুল ভালো রাখতে শ্যাম্পু করার পূর্বে হালকা গরম তেল ম্যাসেজ করুন। এক্ষেত্রে ক্যাস্টর অয়েল বেশি কার্যকরী। গোসলের পর ব্যবহার করতে হবে হেয়ার সিরাম। এছাড়া ঘরের বাইরে বের হওয়ার সময় মাথায় ওড়না বা স্কার্ফ জড়িয়ে নিন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে।
>> আরও পড়ুন: নিম পাতায় খুশকি দূর
হেয়ার স্পা ও স্টিম
এর জন্য পার্লার বা সেলুনে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই এই কাজগুলো করুন। বাজারে অনেক ধরনের হেয়ার স্পা পাওয়া যায়। এছাড়াও ঘরেই বানিয়ে নিতে পারেন বিভিন্ন হেয়ার প্যাক। স্টিম করতে বড় তোয়ালে ভালো করে গরম পানিতে ভিজিয়ে নিয়ে নিংড়ে নিতে হবে। তারপর তা জড়িয়ে রাখুন চুলে।

শীতকালে চুলের যত্নে বাড়তি সময় ব্যয় করুন। এতে চুল পড়ার হার কমবে। চুলের স্বাস্থ্য থাকবে ভালো।
এনএম