লম্বা চুল সব কমবেশি সব নারীরই পছন্দ। তবে চুলের ডগা যদি ফেটে যায় তা হয় দুশ্চিন্তার কারণ। অনেকেরই চুলের নিচের অংশ ফেটে যায়। কিন্তু কেন এমনটা হয়?
চুলের ডগা কেন ফাটে তা জানতে পারলে এই সমস্যা কিছুটা এড়ানো সম্ভব হয়। বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে। স্বাস্থ্য সমস্যার কারণে যেমন চুল পড়তে পারে। তেমনি বিভিন্ন রাসায়নিকের প্রভাবেও এমন সমস্যা দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
চুলে বেশি তাপ দিলে কিংবা কোনো যন্ত্র ব্যবহার করলে এ সমস্যা দেখা দিতে পারে। এছাড়া চুল বারবার আঁচড়ানোও আগা ফাটা সমস্যার কারণ হতে পারে।
এই সমস্যা এড়াতে কী করবেন?
চুলে গরম জিনিস ব্যবহার করা কমান। ব্লো ড্রাই করতে হলে তা করুন সাবধানতার সঙ্গে। চুলের গোড়ায় গরম হাওয়া দিন। নিচের দিকে দেবেন না। চুলের স্বাস্থ্যের বিষয়ে নজর দিন। যথেষ্ট পরিমাণ কন্ডিশনার ও তেল ব্যবহার করুন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে। ডগা ফাটা সমস্যা কমবে।
ভেজা চুল সবসময় আলতো করে মুছুন। তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখবেন না। পুরনো নরম সুতির জামা বা ওড়না ব্যবহার করুন। তোয়ালে ভেজা চুল আরও বেশি ফ্রিজি করে দেয়।
বিজ্ঞাপন
এনএম

