images

লাইফস্টাইল

বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন

লাইফস্টাইল ডেস্ক

২৬ মে ২০২৫, ০২:৫৮ পিএম

মানুষের জীবনের একটি জটিল সময় বয়ঃসন্ধিকাল। শৈশব ছেড়ে কৈশোরে পা রাখার সময় এটি। ইংরেজিতে একে টিনএজ বলে। আর যারা বয়ঃসন্ধিকাল পার করে তাদের বলা হয় টিনএজার। এসময় ছেলে ও মেয়ে উভয়েরই কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। 

বয়ঃসন্ধিকাল কী? 

বয়ঃসন্ধিকাল হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় যখন একটি শিশুর শারীরিক গঠন প্রাপ্তবয়স্ক মানুষের মতো হয় এবং সে প্রজননক্ষমতা লাভ করে। এটি মূলত শৈশব ও যৌবনের মধ্যবর্তী সময়। সাধারণত ১০ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত বয়ঃসন্ধিকাল স্থায়ী হয়। 

girl1

বয়ঃসন্ধিকালে মেয়েদের পরিবর্তন: 

বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক উভয় ধরনের পরিবর্তন দেখা যায়। শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে উচ্চতা বৃদ্ধি, স্তন বৃদ্ধি, মাসিক শুরু, বগলে ও যৌনাঙ্গে লোম গজানো ইত্যাদি। আর মানসিক পরিবর্তনের মধ্যে রয়েছে আবেগের উত্থান-পতন, আত্মবিশ্বাসের অভাব, এবং সামাজিক সম্পর্কের প্রতি মনোযোগ বৃদ্ধি। 

আরও পড়ুন-

১. বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তন: 

উচ্চতা বৃদ্ধি: এই সময় মেয়েদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়। 

girl2

স্তন বৃদ্ধি: বয়ঃসন্ধিকালে মেয়েদের স্তনের আকার বড় হতে শুরু করে। এটি একটি গুরুত্বপূর্ণ শারীরিক পরিবর্তন। 

মাসিক শুরু: এই সময় মেয়েদের ঋতুস্রাব বা মাসিক বা পিরিয়ড শুরু হয়। এটি খুব স্বাভাবিক শারীরিক পরিবর্তন। এর মাধ্যমে একজন নারী প্রজননক্ষমতা লাভ করে। 

girl3

বগলে ও যৌনাঙ্গে লোম গজানো: এই সময় বগলে ও যৌনাঙ্গে লোম গজায়। এটিও স্বাভাবিক বিষয়।

আরও পড়ুন- 

২. বয়ঃসন্ধিকালে মেয়েদের মানসিক পরিবর্তন: 

আবেগের উত্থান-পতন: হরমোনের কারণে বয়ঃসন্ধিতে মেয়েদের আবেগের তীব্রতা বৃদ্ধি পায়। যা বিরক্তি, দুঃখ, আনন্দ ইত্যাদি আকারে প্রকাশ পায়। এসময় তারা বেশি আবেগি থাকে। অল্পতে আনন্দ পায়, আবার অল্পতেই কষ্ট পায়। 

girl4

আত্মবিশ্বাসের অভাব: এই সময় মেয়েরা তাদের শরীরের পরিবর্তন নিয়ে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারে। তাদের লজ্জার পরিমাণ বেড়ে যায়। 

সামাজিক সম্পর্কের প্রতি মনোযোগ: বয়ঃসন্ধিকালে মেয়েরা তাদের সামাজিক সম্পর্ক, বন্ধুবান্ধব এবং সবার সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে বেশি সচেতন হয়। তারা সম্পর্কের ব্যাপারে খুব সংবেদনশীল হয়ে থাকে। 

girl5

৩. বয়ঃসন্ধিকালে মেয়েদের অন্যান্য সমস্যা:

আয়রনের অভাবজনিত রক্তাল্পতা: মাসিক শুরু হওয়ার কারণে বয়ঃসন্ধিকালে অনেক মেয়ের আয়রনের অভাব হতে পারে। এটি ক্লান্তি, দুর্বলতা এবং ত্বক ফ্যাকাশে হওয়ার মতো লক্ষণ তৈরি করতে পারে।

আরও পড়ুন- 

মানসিক স্বাস্থ্য সমস্যা: বয়ঃসন্ধিকালে নানা মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এসময় বিষণ্নতা বা উদ্বেগের ঝুঁকি বাড়ে। 

girl6

অন্যান্য শারীরিক সমস্যা: কিছু মেয়ে বয়ঃসন্ধিকালে ত্বকের সমস্যায় ভোগেন। এই বয়সে ব্রণ, র‍্যাশের মতো সমস্যা দেখা দেয়। 

এসব সমস্যা সমাধানে বাবা-মা, শিক্ষক এবং অন্য অভিভাবকদের সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। 

এনএম