চলতি প্রাক-বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড় ‘রেমাল’। রোববার রাতে আঘাত হানবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে।
একই সঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে আইলা, আম্পানের মতো এই ঘূর্ণিঝড়টি উপকূলীয় জনজীবনের ব্যাপক ক্ষয়ক্ষতি করবে।
বিজ্ঞাপন
বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঝড়ের নাম দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আরবি শব্দ ‘রেমাল’ অর্থ বালি। একই নামে ফিলিস্তিনের গাজা থেকে ১ দশমিক ৭ কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে।
ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সব ধরনের সর্বশেষ হালনাগাদ তথ্য পেতে ঢাকা মেইলের সাথে থাকুন।