শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

লাইভ
Live

ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সর্বশেষ হালনাগাদ তথ্য

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সর্বশেষ হালনাগাদ তথ্য

চলতি প্রাক-বর্ষা মৌসুমে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড় ‘রেমাল’। রোববার রাতে আঘাত হানবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে।

একই সঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে আইলা, আম্পানের মতো এই ঘূর্ণিঝড়টি উপকূলীয় জনজীবনের ব্যাপক ক্ষয়ক্ষতি করবে।


বিজ্ঞাপন


বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঝড়ের নাম দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আরবি শব্দ ‘রেমাল’ অর্থ বালি। একই নামে ফিলিস্তিনের গাজা থেকে ১ দশমিক ৭ কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে সব ধরনের সর্বশেষ হালনাগাদ তথ্য পেতে ঢাকা মেইলের সাথে থাকুন।

  1. উপকূল অতিক্রম করছে ‘রেমাল’

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ দেশের উপকূল অতিক্রম শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (২৬ মে) রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. শামীম হাসান ভূইয়া।

    আবহাওয়াবিদ জানান, সন্ধ্যা ৬টা নাগাদ ঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে। এটি পর্যায়ক্রমে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। পুরো ঘূর্ণিঝড়টি আগামী পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে পুরো উপকূল অতিক্রম করতে পারে।

    ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় ভারী ও অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানান তিনি। এ সময় পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ।

    Remal

  2. রাত ১০টার মধ্যে উপকূলে ‘আঘাত হানবে’ রেমাল

    ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত (২৬ মে) ৯টা থেকে ১০টার মধ্যে মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ)-খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বিকেল ৬টায় আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো বিশেষ বুলেটিনে একথা জানানো হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ বিকেল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিমি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১০ কিমি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২০০ কিমি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮০ কিমি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ)-খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে।

    বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    4

  3. সন্ধ্যায় উপকূল অতিক্রম শুরু করবে রেমাল

    প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এগোচ্ছে বাংলাদেশের উপকূলের দিকে। আজ রোববার বেলা ১২টার সময় পায়রা বন্দর থেকে ২০০ কিলোমিটার দূরে ছিল এটি। ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল অতিক্রম শুরু করতে পারে। তবে এর আগে অগ্রভাগের প্রভাব শুরু হয়ে যাবে।

    আজ বেলা ২টায় আবহাওয়া অধিদপ্তর ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ ছিল।

    এতে আরও বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে মোংলার কাছে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম চলতে থাকবে।

  4. কতটুকু এগোলো রেমাল, অবস্থান কোথায়?

    রোববার (২৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুকের দেওয়া আবহাওয়ার ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তরদিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৯.৮০ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

    এটি রোববার (২৬ মে) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ রোববার সন্ধ্যা/মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর দ্বীপ (পশ্চিমবঙ্গ)-খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

    প্রবল ঘূর্ণিঝড়কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছের এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

    sc2

  5. কতটা শক্তি নিয়ে এগোচ্ছে রেমাল

    ইতোমধ্যেই ভয়ংকর রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বিকেল ৩টার দিকে দেশের উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টির অগ্রভাগ।

    রোববার (২৬ মে) আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। আর বিকেল ৩টা থেকে উপকূলে রেমালের অগ্রভাগের প্রভাব পড়বে। তিনি বলেন, ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে। রেমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রোমে পরিণত হওয়ার সময় ১১০ থেকে ১২০ কিমি পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাবে।

    এই আবহাওয়াবিদ বলেন, মোংলা ও পায়রা বন্দরের দিকে এগোচ্ছে রেমাল। উপকূলীয় ১৬ জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

  6. জোয়ারে তলিয়ে যাচ্ছে কক্সবাজার শহর

    সমুদ্রের জোয়ারের পানি ঢুকে পড়েছে কক্সবাজার শহরের সমিতিপাড়ায়। পানিতে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট ও শুটকি মহাল।  সমিতি পাড়া বাজার থেকে কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, মোস্তাক পাড়া, বাসিন্না পাড়ার নিচু অংশ প্লাবিত হয়েছে। পানি বেড়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছে লোকজন। ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে সাগরে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে কক্সবাজারে। যার কারণে লোকালয়ে চলে আসছে জোয়ারের পানি।

    রোববার (২৬ মে) বেলা ১২টার পর থেকে সমিতিপাড়ায় জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করে। সিপিপি স্বেচ্ছাসেবক কর্মীরা ওই এলাকায় মাইকিং চালিয়ে সতর্ক করছেন এবং লোকজনদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করছেন।

    2024_0526_124010

  7. সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

    দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

    রোববার (২৬ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে এই তথ্য জানান প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ৮ লাখের বেশি মানুষ ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে এসেছেন। বাকিদের আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে; তবে ক্লাস বন্ধ থাকবে। এছাড়া সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেলও বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।

  8. দুই সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় ‘রেমাল’প্রবল বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে সংকেত পরিবর্তন করে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  9. আইলার মতোই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

    ঘূর্ণিঝড় আইলার মতোই ভয়ঙ্কর হবে রেমাল। ঘূর্ণিঝড় আইলার সঙ্গে অনেকটা মিলও রয়েছে রেমালের। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কাও বেশি রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর। রোববার (২৬ মে) সকাল থেকে রেমালের প্রভাব শুরু হবে। দুপুরে প্রবল ঘূর্ণিঘড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে রাতে।

    এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ৫ ফুটের অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর। শনিবার (২৫ মে) রাতে আবহাওয়ার বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়।

    আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি ধারণার চেয়ে একটু বেশি শক্তিশালী হতে পারে। অতীতে আইলা, আম্ফানও ঠিক মে মাসের শেষ দিকে সংঘটিত হয় এবং ওই দু’টি ঘূর্ণিঝড় বাংলাদেশে ব্যাপক ক্ষতি করে গেছে।

  10. ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে যেসব জেলায়

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় ১৫ জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

    জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার। এসব জেলার পাশাপাশি অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

  11. রাতে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘রেমাল’, উপকূলজুড়ে প্রস্তুতি

    তিনদিন ধরে সাগরে শক্তি সঞ্চয় করতে থাকা ঘূর্ণিবায়ুর চক্রটি শনিবার সন্ধ্যায় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তখন এর নাম দেওয়া হয় ‘রেমাল’। আজ রোববার দুপুরে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আর আজ রাতে আঘাত হানবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে।

    ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে উপকূলীয় জেলাগুলোতে শুরু হয়েছে প্রস্তুতি। স্বেচ্ছাসেবীরা লাল পতাকা নিয়ে নেমে পড়েছেন মাঠে। হ্যান্ড মাইকে তারা মানুষকে সতর্ক করছেন, নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলছেন।

    আশ্রয়কেন্দ্রগুলো ‍গুছিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে শনিবার দিনের বেলা থেকেই। ভারি বর্ষণে ভূমি ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    Cyclone_Remal--1

  12. ঘূর্ণিঝড় রেমাল: মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ পরিণত হয়েছে। এর ফলে মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।

    এছাড়াও মোংলা বন্দরও নিজস্ব এলার্ট নম্বর ‘থ্রি’ জারি করেছে। ফলে বন্দরে অবস্থানরত সব বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজসহ অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

    বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান শনিবার (২৫ মে) রাতে সাংবাদিকদের জানান, মোংলা বন্দরের জেটিসহ পশুর চ্যানেলে নোঙ্গর করা বিদেশি ৬টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। একই সঙ্গে ওই সব জাহাজ নিরাপদ নোঙ্গরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্দর কর্তৃপক্ষের অপারেশনাল সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

    mongla

  13. রেমালের কারণে বিমানের কক্সবাজার ও কলকাতার সকল ফ্লাইট বাতিল

    ঘূর্ণিঝড় 'রেমালʼ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের কলকাতা ও কক্সবাজার রুটের ফ্লাইট বাতিল করেছে। তাদের ২৬ মে কক্সবাজার এবং ২৬ ও ২৭ মে দুই দিন কলকাতা রুটে কোনো ফ্লাইট চলবে না। 

    শনিবার (২৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

    তিনি জানান, সাইক্লোনিক ঝড় “রেমাল” এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ২৬ মে কক্সবাজারগামী সকল ফ্লাইট এবং কলকাতাগামী বিজি৩৯৫/২৬ মে এবং বিজি৩৯১/২৭ মে বাতিল করা হয়েছে। এছাড়া অন্য গন্তব্যের ফ্লাইটগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  14. কোস্ট গার্ডের মেডিকেলসহ রেসকিউ টিম প্রস্তুত

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের প্রেক্ষিতে উপকূলীয় জনগণের মাঝে সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এজন্য এ বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। উপকূল ছাড়াও চরাঞ্চলের লোকজনকে সচেতন, ঝড় পরবর্তী আক্রান্তদের উদ্ধার ও মেডিকেল সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে রেসকিউ ও মেডিকেল টিমের সদস্যরা।

    শনিবার (২৫ মে) রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

    IMG-20240525-WA0188

  15. সদরঘাট থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

    ঘূর্ণিঝড় 'রেমালʼ এর প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়বে না। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান শনিবার (২৫ মে) রাতে এ কথা জানিয়েছেন।

    তিনি জানান, ঘূর্ণিঝড়ের কারণে যাত্রীসাধারনের জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার (২৫মে) রাত ১০ ঘটিকায় ঢাকা নদী বন্দর হতে অভ্যন্তরীণ নৌপথের সকল লঞ্চসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    sadarghat

  16. জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

    ঘূর্ণিঝড় রেমালের কারণে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রোববার (২৬ মে) এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

    শনিবার (২৫ মে) রাতে বিশ্বিবদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, রোববার (২৬ মে) অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে। 

  17. ফায়ার সার্ভিসের ছুটি বাতিল, মনিটরিং সেল গঠন

    ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত আছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এজন্য বাহিনীটির সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া এ ঝড় মোকাবেলায় মনিটরিং সেল গঠন করেছে ফায়ার সার্ভিস।

    যেকোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১৬৩ অথবা কেন্দ্রীয় মনিটরিং সেল-এর জরুরি মোবাইল নম্বর ০১৭৩০৩৩৬৬৯৯-এ ফোন করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

    13

  18. ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে ১৩৫ কিমি গতিতে

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রেমাল অতিপ্রবল হিসেবে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ অবস্থায় উপকূলের ১৩টিসহ ১৮ জেলা রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে।

    remals

    তিনি বলেন, রোববার (২৬ মে) ভোর থেকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে শুরু করবে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনো কখনো এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

    শনিবার (২৫ মে) রাতে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

  19. ঘূর্ণিঝড় রেমাল: পায়রা ও মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত

    বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    শনিবার (২৫ মে) সন্ধ্যা ছয়টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, সন্ধ্যা ছয়টার দিকেই ঘূর্ণিঝড় রেমাল সৃষ্টি হয়। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

    ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৪০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪০০ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দূরে ছিল।

  20. ঘূর্ণিঝড়ে পরিণত ‘রেমাল’

    বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ‘রেমাল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় ‘রেমাল’ সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড় হিসেবে ২৬ মে রোববার দিবাগত রাত থেকে ২৭ মে সোমবার সকালের মধ্যে পশ্চিমবঙ্গের দীঘা থেকে পটুয়াখালীর যেকোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

    তবে এর সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট। এছাড়া বরগুনা, পটুয়াখালী ও ভোলাতেও ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

    শনিবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    Remal_Cyclone

  21. ‘রেমাল’ মোকাবেলায় ৬ জেলায় বিশেষ প্রস্তুতি

    ঘূর্ণিঝড় ‘রেমাল’ প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে দেশের কয়েকটি উপকূলীয় জেলায়। এর মধ্যে ছয়টি জেলায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এসব জেলায় বিশেষ প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে সরকার। ইতিমধ্যে সেই নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। জেলাগুলো হলো- সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা।

    Remal22

  22. চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি, সাগর উত্তাল, আতঙ্কে উপকূলের মানুষ

    ঘূর্ণিঝড় রেমাল আগামী রোববার (২৬ মে) সন্ধ্যার পর বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ সময় উপকূলবর্তী এলাকায় ৭ থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।

    এর প্রভাবে শনিবার দুপুরের পর থেকে চট্টগ্রামের আকাশে ঘন মেঘমালা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সাথে সাগরও উত্তাল রয়েছে।

    ফলে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, সীতাকুন্ড, সন্দ্বীপ, মিরসরাই উপকূলীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

  23. রোববার আঘাত হানতে পারে ‘রেমাল’, উপকূলজুড়ে প্রস্তুতি

    ঘূর্ণিঝড় রেমাল আগামীকাল রোববারের (২৬ মে) কোনো এক সময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এটি আপাতত পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে শেষ মুহূর্তে এর দিক পরিবর্তনও হতে পারে। রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে।

    ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছেন, সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। এজন্য সরকার সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

  24. সাতক্ষীরা উপকূলে আঘাত হানবে প্রবল ঘূর্ণিঝড় রেমাল 

    সাতক্ষীরা উপকূল দিয়ে বাংলাদেশে আঘাত হানবে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। রোববার (২৬ মে) দুপুর থেকেই সাতক্ষীরা উপকূলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হবে। ফলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আঘাত হানার পর অন্তত দুদিন এর প্রভাব বজায় থাকবে ।

  25. ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট জানবেন যেভাবে

    অনেকেই ঘূর্ণিঝড়ের আপডেট জানার জন্য টেলিভিশন, রেডিও এবং গণমাধ্যমের দ্বারস্থ হন। এসব মাধ্যম ছাড়াও আপনি ঘূর্ণিঝড়ের আপডেট জানতে পারেন। আপনার কাছে যদি একটি স্মার্টফোন এবং ইন্টারনেট থাকে তবে এই ঝড়ের গতিপথ লাইভ দেখতে পাবেন। 

    ঘূর্ণিঝড় পূর্বাভাস সংক্রান্ত ওয়েবসাইট ‘উইন্ডি ডটকম’ (https://www.windy.com) রেমালের সর্বশেষ আপডেট প্রচার করছে।

  26. বিক্ষুব্ধ সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সমুদ্র তীরবর্তী এবং আশপাশের অঞ্চলে পড়তে শুরু করবে। মধ্যরাত থেকে পুরোপুরি প্রভাব শুরু হতে পারে। সেজন্য চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হচ্ছে।

  27. রেমাল: প্রস্তুত চার হাজার আশ্রয়কেন্দ্র

    বাংলাদেশের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল। এটি উপকূলীয় এলাকা আঘাত হানতে পারে এমন আশঙ্কায় সার্বিক প্রস্তুতি নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদে সরাতে চার হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। শনিবার (২৫ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর