মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে ট্রাক উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ট্রাক উল্টে নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে উল্টে যাওয়া সারবোঝাই ট্রাকের চাপায় আশরাফুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ট্রাকটি সারবোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন। হঠাৎ ট্রাকটি উল্টে যায়। তখন স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে এবং উল্টে যাওয়ার প্রায় ২০ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর