রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

পথশিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৭:৪১ এএম

শেয়ার করুন:

loading/img

ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। সেই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়ে পথ শিশু ফাউন্ডেশন আয়োজন করলো পথ শিশুদের জন্য ঈদ উৎসব-২০২৫।

বুধবার (২৬ মার্চ) উত্তরায় ভুতের আড্ডা রেস্টুরেন্টে এই উৎসব উদযাপিত হয়।


বিজ্ঞাপন


এই আয়োজনে অংশ নেয় একশরও বেশি পথশিশু। এদিন শুধু শিশু নয়,শিশুদের সাথে উপস্থিত ছিলেন তাদের পিতা-মাতাও, পথশিশু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। তারা তাদের সময়, ভালবাসা ও আন্তরিকতা দিয়ে পথশিশুদের নিয়ে ঈদ আনন্দময় করে তোলে।

পথশিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, এই আয়োজন শুধু নির্দিষ্ট এক দিনের জন্য নয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয়ার একটি বার্তা। এটি একটি উদ্যোগ, যেখানে ভালোবাসার বন্ধন গড়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মো. মিজানুর রহমান অতিরিক্ত ডিআইজি বাংলাদেশ পুলিশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাহাত খান বিপিএম, দৈনিক দিনকালের সিনিয়র কর্মকর্তা মো. আবু মুসা, উত্তরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, অধ্যাপক শেখ মাহমুদ আলম, ভিন্নমাত্রা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, উত্তরা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির,  সাংবাদিক ইয়াসিন মিয়া, বাংলাভিশন টিভির সাংবাদিক ফারজানা আফরোজ কুমি, দক্ষিনখান থানা বিএনপি নেতা সবুজ সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ্ ইকবাল।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে পথ শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোন পথ শিশু ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকুক আমরা চাই না। আজ আমাদের ফাউন্ডেশন উদ্যোগে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার দিয়েছি। আগামীদিনে ৫০০ থেকে ১০০০ পথশিশুকে নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবো।

উপস্থিত মঞ্চে সকল মেহমানগণ ফরিদ আহমেদ নয়নের মহতী উদ্যোগের জন্য প্রশংসা করেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub