রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নারী উদ্যোক্তাদের মেলায় হরেক রকম আয়োজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ফর উইমেন’ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় এই মেলার আনুষ্ঠনিক উদ্বোধন করা হয়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করছে উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গয়না এবং অন্যান্য সৃজনশীল পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলার বিভিন্ন স্টলে বাহারি ডিজাইনের নকশি কাঁথা, বুটিকস, কসমেটিক আইটেমের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।


বিজ্ঞাপন


মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু বলেন, আমরা অনেক বছর হারিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ফেরৎ আসতে চাচ্ছি। আমাদের উদ্যোক্তা নারীরা স্ট্রাগল করছে। তারা এগোতে পারছে না। আমরা যদি তাদেরকে এগিয়ে নিতে সহযোগিতা না করি তবে তারা এগিয়ে যেতে পারবে না।

Fair1

তিনি আরও বলেন, গত ২৫ বছরে ওয়েব দেশের অনেক নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। এই মেলা নারী উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় নতুন দ্বার উন্মোচন করবে।

এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ ‘জুলাই কর্নার’, যা জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে তৈরি করা হয়েছে। এই কর্নারের মাধ্যমে তাদের সাহসিকতা ও অবদান তুলে ধরা হবে।


বিজ্ঞাপন


এছাড়া মেলা চলাকালে নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হচ্ছে।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর