বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঘিবলি ট্রেন্ড

ঘিবলি ছবি বানানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৮:১৬ এএম

শেয়ার করুন:

loading/img

পুরো বিশ্ব এখন কাঁপছে ঘিবলি ট্রেন্ডে। যে যেমন পারছেন নিজের যুতসই ছবি ঘিবলি স্টাইল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। কিন্তু কীভাবে বানাবেন ঘিবলি স্টাইল ছবি। কোন কোন অ্যাপ দিয়ে এটি বানানো সম্ভব? দেখে নেওয়া যাক।

ঘিবলি ট্রেন্ডের ছবি বানাতে সবচেয়ে বিখ্যাত অ্যাপ এখন চ্যাটজিপিটি। এই অ্যাপটি খুলে নিজের ছবি আপলোড করে দিয়ে লিখতে হয় ‘transform it into ghibli style’। এতেই আপনার ছবিটি ঘিবলি স্টাইলের ছবির মতো দেখতে হয়ে যাবে।


বিজ্ঞাপন


animation

চ্যাটজিপিটি ছাড়াও রয়েছে গ্রোক এআই অ্যাপ। একইভাবে এই সাইট খুলে নিজের ছবি আপলোড করতে হয়। লিখতে উপরের একই কমান্ড। কিছুক্ষণের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপটি আপনার ছবির ভোল পাল্টে দেবে ঘিবলিতে।

Hugging face অ্যাপ ব্যবহার করে ঘিবলি ইমেজ বানাতে পারেন নিজের। এই অ্যাপটি অন্যান্য অ্যাপের মতোই বিনামূল্যে পাওয়া যায় অনলাইনে। সাইটে গিয়েও নিজের ছবি দিয়ে বানাতে পারেন ঘিবলি পিক।

bibly


বিজ্ঞাপন


ins.Mind একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট। এই সাইটে গিয়েও একইভাবে ঘিবলি পিক তৈরি করা যায়। এর জন্য উপরের ওই একই কমান্ড দিতে হবে। এছাড়াও আরও বেশ কিছু কমান্ড দিতে পারেন। সেগুলোর উল্লেখ রইল একদম শেষ ধাপে।

Leonardo.ai অ্যাপ দিয়েও বানিয়ে ফেলতে পারেন আপনার ঘিবলি স্টাইল ইমেজ‌। এই ইমেজ তৈরি করতেও ওই একই কমান্ড ব্যবহার করতে পারেন।

মিডজার্নি অ্যাপও চ্যাটজিপিটি ও গ্রোক এআইয়ের মতোই অ্যাপ। একই কমান্ডে কাজ করে। ছবি তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই।

car

Getimg.ai অ্যাপ দিয়েই বানিয়ে নিতে পারেন আপনার ঘিবলি ইমেজ। এখানেও টেক্সট থেকে ইমেজ করা যায়। অর্থাৎ যেমন বলবেন তেমনটাই হবে।

Stable Diffusion ঘিবলি ইমেজ তৈরির আরেকটি অ্যাপ। এই অ্যাপের সাহায্যেও একইভাবে ঘিবলি ইমেজ তৈরি করে নিতে পারেন আপনার।

আরও পড়ুন: ঘিবলি কী? যেভাবে ঘিবলি ছবি জনপ্রিয় হলো

ঘিবলি ইমেজ তৈরির জন্য বেশ কয়েকটি কমান্ড রইল এখানে। যেকোনও একটি কমান্ড দিয়ে বানিয়ে নিতে পারেন নিজের ঘিবলি স্টাইল পিক। উপরের কমান্ড ছাড়াও Show me in Studio Ghibli style.", "Can you Ghiblize my photo?", "What would I look like as a Ghibli character?”

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub