অ্যানড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেম ডেভেলপার প্রতিষ্ঠান গুগল ‘মার্চ ২০২৫ পিক্সেল ফিচার ড্রপ’ রোল আউট করতে শুরু করেছে। একগুচ্ছ এআই এনহ্যান্সমেন্ট, সিকিউরিটি আপগ্রেড এবং নয়া ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। এতে এলিজিবল পিক্সেল স্মার্টফোনে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হতে চলেছে।
অ্যানড্রয়েড ১৫ ওএসের ওপর ভিত্তি করে এই আপডেট বর্তমানে ধাপে ধাপে রোল আউট করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা এলিজিবল বা যোগ্য ডিভাইসগুলোতে পৌঁছে যাবে।
বিজ্ঞাপন
লেটেস্ট এই পিক্সেল ফিচার ড্রপে আনা হয়েছে উন্নত জেমিনি লাইভ ২.০, যা ফ্ল্যাশ ২.০ মডেল দ্বারা চালিত। বর্তমানে এটি ৪৫টি ভিন্ন ভাষা সাপোর্ট করছে। এর ফলে ব্যবহারকারীরা একাধিক ভাষায় ভয়েস চ্যাটবটের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারবেন। এর জন্য ম্যানুয়ালি ল্যাঙ্গুয়েজ সেটিংস অ্যাডজাস্ট করতে হবে না। কারণ জেমেনি লাইভ স্বয়ংক্রিয় ভাবে সেই ভাষা অ্যাডাপ্ট করবে, যা বলা হচ্ছে।
এটি জেমিনির মাল্টিমোডাল ক্ষমতাও প্রসারিত করছে। যা আগের পিক্সেল ফিচার ড্রপের সময় আনা হয়েছিল। এর ফলে ব্যবহারকারীরা ছবি, ফাইল আপলোড করতে পারবেন এবং প্রশ্ন করার জন্য একটি টেক্সট প্রম্পটের সঙ্গে ইউটিউব লিংকও দিতে পারবেন। ইতিমধ্যেই তা নিশ্চিত করে জানিয়েছে গুগল।
আগামী দিনে একটি জেমিনি অ্যাডভান্সড সাবস্ক্রিপশনসহ যোগ্য পিক্সেল স্মার্টফোনগুলোর জেমিনি লাইভ কিন্তু লাইভ ভিডিও এবং স্ক্রিন শেয়ারিং ব্যবহার করে যোগাযোগ গড়ে তুলতে সক্ষম হবে। এই আপডেট আবার পিক্সেল স্ক্রিনশট অ্যাপকেও উন্নত করছে। এর ফলে ভিন্ন ভিন্ন ধরনের স্ক্রিনশটগুলোকে আপনা-আপনিই সারিবদ্ধ করার পরামর্শ পাওয়া যাবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফোনে কথা বলার সময় ইন্টারনেট কাজ করে না? জানুন সমাধান
একইভাবে এআই ইমেজ জেনারেটর পিক্সেল স্টুডিতেও একটি আপডেট এসেছে। যা সাধারণ টেক্সট প্রম্পট ব্যবহার করে মানুষের ছবি তৈরি করে দিতে পারে। এই আপডেটের ফলে গুগলের অন-ডিভাইস জেমিনি ন্যানো পাওয়ারড স্ক্যাম ডিটেকশন থেকে শুরু করে গুগল মেসেজের উন্নতি ঘটবে। যা আগে শুধুমাত্র ফোন অ্যাপে সীমাবদ্ধ ছিল। বর্তমানে এটি নিজে থেকেই স্প্যাম মেসেজ শনাক্ত করে ব্যবহারকারীদের রিয়েল টাইম ওয়ার্নিং পাঠাবে।
কোন কোন ডিভাইসে মিলবে মার্চ ২০২৫ পিক্সেল ফিচার ড্রপ?
Pixel 6, Pixel 7, Pixel 8, এবং Pixel 9 (review) সিরিজে মিলবে এই আপডেট। যদিও কিছু কিছু ফিচার শুধুমাত্র পাওয়া যাবে বর্তমানে প্রজন্মের Pixel 9 সিরিজে।
যেসব ফোনে March 2025 Pixel Feature Drop সাপোর্ট করবে
Pixel 9 Fold
Pixel 9 Pro
Pixel 9 Pro XL
Pixel 8 Pro
Pixel 8
Pixel 8a
Pixel Fold
Pixel 7 Pro
Pixel 7
Pixel 7a
Pixel 6 Pro
Pixel 6
Pixel 6a
এজেড