বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফোনের ব্যাক কভারে টাকা রাখেন? জানুন কী ভুলটাই না করছেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img
অনেকেই ফোনের ব্যাক কভারের মধ্যে ঢাকা রাখেন।

বাঙালিদের মধ্যে অনেকেরই অভ্যাস রয়েছে ফোনের ব্যাক কভারের মধ্যে ঢাকা ঢুকিয়ে রাখা। তারা মনে করেন এটাই টাকা রাখার নিরাপদ জায়গা। যা বিপদ-আপদে কাজে লাগবে। অনেকটা মানিব্যাগের মতো। 

যারা ফোনের পেছনে টাকা রাখেন তারা তাদের অজান্তে সর্বনাশ ডেকে আনছেন। তারা জানেন না ফোনের ব্যাক কভারে টাকা রাখলে কী হয়?


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফোনের চার্জ কত শতাংশ শেষ হলে নতুন করে চার্জ দেওয়া উচিত?

একটা সময় ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদি ছিল সর্বক্ষণের সঙ্গী। এখন স্মার্টফোন তাদের জায়গা দখল করে নিয়েছে। কয়টা বাজে দেখার জন্য আর কেউ কবজির দিকে তাকায় না, পকেট থেকে স্মার্টফোন বের করে। হিসেব করার জন্যও দরকার হয় না ক্যালকুলেটরের।

back_cover

আরও একটা জিনিস প্রায় উঠে যেতে বসেছে, সেটা হল মানিব্যাগ বা পার্স। নগদ লেনদেন অনেক কমে গিয়েছে। এখন অনলাইনেই প্রায় সব পেমেন্ট হয়। যেটুকু নগদ দরকার হয়, সেটা থাকে স্মার্টফোনের ব্যাক কভারে। ১০, ২০ থেকে শুরু করে ১০০, ৫০০ টাকার নোট। এমনকি ডেবিট বা ক্রেডিট কার্ডও। কিন্তু এটা মারাত্মক ক্ষতিকর।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাড়িয়ে নিন ওয়াইফাই ইন্টারনেটের গতি

স্মার্টফোন চালালে তাপ উৎপন্ন হয়। বিশেষ করে ভিডিও দেখার সময়। তাছাড়া গেমিংয়ের সময় বা দীর্ঘক্ষণ গান শুনলেও ফোন গরম হয়ে যায়। প্রসেসর চলার কারণেই এই তাপ উৎপন্ন হয়। আর ফোনে যদি ব্যাক কভার লাগানো থাকে, তাহলে সেই তাপ ভেতরে আটকে যেতে পারে। ব্যাক কভারের নিচে টাকা বা কাগজ রাখলে ফোনের তাপ বাইরে বেরতে পারে না। ফলে ফোন আরও গরম হয়। ফোন বেশি গরম হয়ে গেলে বিস্ফোরণও হতে পারে। তাই এই অভ্যাস বদলানোই ভালো।

taka_2

তাছাড়া নেটওয়ার্কের সমস্যা হতে পারে। অধিকাংশ স্মার্টফোনের অ্যান্টেনা ওপরের দিকে থাকে। তাই ব্যাক কভারে টাকা বা কার্ড রাখলে সিগন্যালের সমস্যা হতে পারে। কার্ডে যদি সেন্সর বা চিপ থাকে, তাহলে তো কথাই নেই। স্মার্টফোনের সামগ্রিক পারফরম্যান্সে প্রভাব পড়ে। ডিভাইসের আয়ু কমে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের ব্যাক কভার না লাগানোই ভাল। টাকা বা কার্ড রাখা তো দূরের কথা। এই অভ্যাস ক্ষতিকর। স্মার্টফোনের জন্য তো বটেই, ইউজারের জন্যও। টাকা বা কার্ড রাখার জন্য ওয়ালেট বা কার্ড হোল্ডার ব্যবহার করা উচিত। স্মার্টফোন নিরাপদে থাকবে আর ইউজারও।

আরও পড়ুন: পুরনো ফোন থেকে নতুন ফোনে ডাটা ট্রান্সফারের উপায়

স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাক কভার খুলে ফেলতে হবে। বন্ধ রাখতে হবে ইন্টারনেট। এতেও যদি কাজ না হয়, তাহলে ফোন স্যুইচ অফ করে রাখা ছাড়া উপায় নেই। ফোন ঠান্ডা হলে তবেই অন করা উচিত। তার আগে নয়। মাথায় রাখতে হবে, স্মার্টফোনের সঠিক ব্যবহার এবং যত্ন নেওয়া প্রয়োজন। তবেই দীর্ঘদিন সচল থাকবে। বারবার খারাপ হওয়ার সম্ভাবনাও কমবে। টাকা বাঁচবে। আখেরে লাভ হবে ইউজারেরই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub