বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সবচেয়ে দ্রুত চার্জ হবে শাওমির এই ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৫, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

দ্রুত চার্জ হবে এমন ফোন আনছে শাওমি। যার মডেল শাওমি সিভিক ৫ প্রো। এই ফোনটি গত কয়েক মাস ধরে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 

ইতিমধ্যে ফোনটি চীনের থ্রিসি সার্টিফিকেশন পেয়েছে। থ্রিসি লিস্টিং অনুসারে, ফোনটির মডেল নম্বর 25067PYE3C এবং এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও লিস্টিংয়ে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে যে, শাওমির সিভিক ৫ প্রোতে  SM8735 মডেল কোডযুক্ত প্রসেসর থাকবে, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেনারেশন ৪ হতে পারে। এছাড়া, ফোনটিতে অ্যাড্রিনো ৮২৫ জিপিইউ দেওয়ার সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


পাওয়ারফুল ব্যাটারি ও উন্নত ডিজাইন

সম্প্রতি ফাঁস হওয়া একটি রিপোর্ট অনুযায়ী, শাওমি সিভিক ৫ প্রোর পুরুত্ব মাত্র ৭ এমএম হবে, যা এটিকে আরও স্লিম এবং প্রিমিয়াম লুক দেবে। এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা আগের সিভিক ৪ প্রোর ৪৭০০ এমএএইচ ব্যাটারির চেয়ে অনেক বড় আপগ্রেড। এর ফলে ফোনের ব্যাটারি লাইফ আরও দীর্ঘস্থায়ী হবে। এছাড়া, শাওমি সিভিক ৫ প্রোতে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে, যা থ্রি এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

mi-inner

শাওমি সিভিক ৫ প্রোর স্পেসিফিকেশন নিয়ে এখনো অফিসিয়াল ঘোষণা না এলেও, পূর্ববর্তী মডেল শাওমি ১৪ সিভিক থেকে কিছু ধারণা পাওয়া যাচ্ছে। 


বিজ্ঞাপন


প্রসেসিং পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এস জেনারেশন ৩ চিপসেট, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে, ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৫০ মেগাপিক্সেলর টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য, এতে ৩২ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: ভিভোর এই ফোন দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে

পাওয়ার সেকশনে, ৪৭০০ এমএইচ ব্যাটারি থাকছে ডিভাইসটিতে। যা চার্জ দেওয়ার জন্য ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টর থাকবে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যা উন্নত বায়োমেট্রিক সিকিউরিটি নিশ্চিত করবে।

শাওমি সিভিক ৫ প্রো নতুন প্রজন্মের একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে।এখন দেখার বিষয়, কোম্পানি কবে এই স্মার্টফোনের অফিসিয়াল ঘোষণা দেয় এবং এর দাম কত হয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub