বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফোনে ইন্টারনেট পায় না? এই সেটিংসগুলো বদলে নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

ইন্টারনেট ছাড়া স্মার্টফোন কল্পনাই করা যায় না। অনেক সময় ফোনের ইন্টারনেট সংযোগে বিড়ম্বনা দেখা যায়। অ্যানড্রয়েড ফোনে যদি ‘নো ইন্টারনেট কানেকশন’ এই মেসেজটা আসে, তাহলে তো কথাই নেই। প্রয়োজনের সময় ইন্টারনেট না মিললে চরম হতাশা আসতে বাধ্য। 

যদিও ডেটা কেনার আগে প্রথমে আদৌ ডেটা শেষ হয়েছে কি না, সেটা পরীক্ষা করতে হবে। কারণ অনেক সময় ইন্টারনেট সংযোগের কারণেও এমনটা হতে পারে। ডেটা লিমিট যদি থেকে থাকে, তাহলে এই কয়েকটি দ্রুত ও সহজ টিপস পরীক্ষা করে দেখতে পারেন। তাহলে ফোনে ইন্টারনেট সংযোগ আবার চলে আসবে এবং তা মসৃণ ভাবে কাজ করতে শুরু করবে। দেখে নেওয়া যাক সেই সমস্ত টিপস।


বিজ্ঞাপন


internet

ফোন রিস্টার্ট: ফোনের নানা সমস্যায় বোধহয় প্রথমে ব্যবহারকারীরা এটাই করে থাকেন। আসলে ফোন রিস্টার্ট করা হলে একাধিক প্রযুক্তিগত সমস্যা দূর করা সম্ভব। এই প্রযুক্তিগত সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল- ইন্টারনেট সংযোগ সংক্রান্ত সমস্যা। তাই ফোন বন্ধ করে দিতে হবে। কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হবে। তারপর আবার ফোন চালু করতে হবে। এটা অস্থায়ী কোনও গ্লিচ থাকলে তা ঠিক করে দেয় এবং ফোনের নেটওয়ার্ক কানেকশন রিফ্রেশ করে। ব্যবহারকারী যদি ফোন রিবুট না করতে চান, তাহলে এরোপ্লেন মোড অন করে ফোনের নেটওয়ার্ক সংযোগ রিস্টার্ট করা যেতে পারে।

আরও পড়ুন: অ্যানড্রয়েড ১৬ আপডেট পাবে যেসব মডেলের স্মার্টফোন

ফোন এবং অ্যাপ আপডেট: ফোনের সফটওয়্যার আপডেট না করা হলে পারফরম্যান্স সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হল - নেটওয়ার্ক স্পিড সংক্রান্ত সমস্যা। আসলে ফোনের সফটওয়্যার আপডেট করা হলে এটাই নিশ্চিত হয় যে, ব্যবহারকারীর লেটেস্ট বাগ ফিক্স এবং অপ্টিমাইজেশন রয়েছে। যা ইন্টারনেট সংযোগ উন্নত করতে পারে। তাই এটা নিশ্চিত করতে হবে যে, অ্যান্ড্রয়েড ফোন যেন অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সনে চলে। তাই সফটওয়্যার আপডেট চেক করতে হবে। আর আপডেট চেক করার জন্য প্রথমে সেটিংসে যেতে হবে। তারপর আপডেট চেক করতে সিস্টেম আপডেটে যেতে হবে। সেখানে প্রাপ্ত আপডেট ডাউনলোড করতে হবে।


বিজ্ঞাপন


net

অ্যাপ ক্যাশে ক্লিয়ার করা এবং সফটওয়্যার আপডেট: পিসি এবং ল্যাপটপের মতোই অ্যাপ এবং অ্যান্ড্রয়েড সিস্টেম থেকে ফোনের ক্যাশড ডাটা বেশ কিছু সময় ধরে জমতে শুরু করে। যা ইন্টারনেটের গতি কমিয়ে দিতে পারে। তাই ওয়েব ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার করতে হয় নিয়মিত। যা ফোনের কার্যকারিতা উন্নত করে। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্রচুর ডেটা অথবা ব্রাউজারে বেশি ওয়েবসাইট খোলা থাকে, তাহলে তা প্রতিরোধ করার জন্য বন্ধ করতে হবে।

নেটওয়ার্ক সেটিংস রিসেট: আগের টিপস মেনে চললেও যদি সংযোগ সংক্রান্ত সমস্যা ঠিক না হয়, তাহলে নিজের নেটওয়ার্ক সেটিংস রিসেট করার কথা ভাবনাচিন্তা করা যেতে পারে। সেটিংস রিসেট করার জন্য প্রথমে সেটিংস মেন্যুতে যেতে হবে। এরপর সিস্টেম সেকশনে যেতে হবে। সেখান থেকে রিসেট বেছে নিতে হবে। এরপর রিসেট নেটওয়ার্ক সেটিংস ট্যাপ করুন।

মনে রাখতে হবে যে, নেটওয়ার্ক সেটিংস রিসেট করলে সেভ করে রাখা ওয়াইফাই নেটওয়ার্কস অ্যান্ড ব্লটুথ কানেকশন রিমুভ হয়ে যাবে। তাই পরে সেটা রিকানেক্ট করে নিতে হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন