গরমের হাত থেকে রেহাই পেতে বাসা-বাড়িতে বেশিরভাগ মানুষ বৈদ্যুতিক পাখা চালান। এই পাখা দুই ধরনের হয়। একটি সিলিং ফ্যান, অন্যটি টেবিল ফ্যান। এই দুই রকম ফ্যানের বৈশিষ্ট্য আলাদা। এমনকি, এগুলোর ফ্যাংশন ও বিদ্যুৎ খরচও ভিন্ন ভিন্ন। অনেকের সিলিং ফ্যান ও টেবিল ফ্যানের বিদ্যুৎ খরচ সম্পর্কে ধারণা নেই। জানুন কোন ফ্যানের বিদ্যুৎ খরচ কেমন।
আরও পড়ুন: সিলিং ফ্যান নাকি টেবিল ফ্যান— কোনটায় বেশি ঠান্ডা বাতাস দেয়?
বিজ্ঞাপন
বিদ্যুৎ খরচ কোনটার বেশি?
সিলিং ফ্যানের মোটরের ক্ষমতা বেশি। ফলে সিলিং ফ্যান চালাতে ৭০-৭৫ ওয়াট কারেন্ট-এর দরকার পড়ে। আগে প্রায় ১৫০ ওয়াট কারেন্ট-এর প্রয়োজন হত।
বিজ্ঞাপন
টেবিল ফ্যানের মোটর সাধারণত ৫-৫৫ ওয়াট কারেন্টে চলে। স্ট্যান্ড ফ্যান চালাতে প্রয়োজন হয় ৬৫-১১০ ওয়াট কারেন্ট। অর্থাৎ স্ট্যান্ডিং ফ্যান চালাতে সব থেকে বেশি কারেন্ট পোড়ে। তুলনায় সাশ্রয়ী হল টেবিল ফ্যান।
আরও পড়ুন: সিলিং নাকি টেবিল ফ্যানের বিদ্যুৎ খরচ কম?
এখন অনেক সংস্থা তাদের সিলিং ফ্যানে বিএলডিসি প্রযুক্তি ব্যবহার করছে। এতে ফ্যান চালাতে প্রয়োজন হচ্ছে মাত্র ৩০-৩৫ ওয়াট কারেন্ট।
ডিসি মোটরের থেকে অনেক বেশি উন্নত বিএলডিসি প্রযুক্তি। ফলে ফ্যান চালাতে অনেক কম কারেন্টের দরকার হচ্ছে।
আরও পড়ুন: সিলিং ফ্যান সম্পর্কে এই ৭ তথ্য অনেকের অজানা
মোট কথা হচ্ছে সিলিং ফ্যানের তুলনায় টেবিল ফ্যানের বিদ্যুৎ খরচ কম। সিলিং ফ্যানের বিদ্যুৎ খরচ বেশি।
এজেড