শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মেসিদের বিশ্বকাপ জয় নিয়ে নির্মিত হচ্ছে ‘ডকুমেন্টারি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপটা নিজেদের করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আবেগ, রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর ফাইনালে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে অধরা সোনালি ট্রফি উঁচু করে ধরেছে ম্যারাডোনার উত্তরসূরিরা। এদিকে ফুটবল বিশ্বের সকল ট্রফিতে নিজের নাম লিখিয়েছেন রোজারিও থেকে উঠে আসা ৩৫ বছর বয়সী লা পুলগা। তবে তার অধরা ছিল সোনালি সেই বিশ্বকাপ শিরোপাটি। কাতার বিশ্বকাপে তার সেই আক্ষেপ ঘুচিয়েছে। এবার দুর্দান্ত লিওনেল মেসি শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছেন এবং তার ভিতরের গল্প নিয়ে, ডকুমেন্টারি বানাচ্ছেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন(বিবিসি)। এক বার্তায় বিষয়টা নিশ্চিত করেন তারা। 

বিবিসির প্রতিবেদনে জানায়, এক ঘণ্টার এই ফিল্মে, বিবিসি কয়েকজনের কাছ থেকে সেই সাফল্যের সন্ধান করে-এর ভিতর ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেজ এবং কোচ লিওনেল স্কালোনি সহ আছেন অনেকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন-পাঁচ গোলের বিশাল জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা
আরও পড়ুন-পিএসজির শিরোপা যাত্রায় মেসির সামনে নতুন রেকর্ড

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফেভারিটদের একজন হিসাবে টুর্নামেন্টে গিয়েছিল এবং ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের মঞ্চে যায়। কিন্তু বিশ্বকাপের সর্বকালের সবচেয়ে বড় ধাক্কা পায় সৌদি আরবের কাছে গ্রুপ সি-এর প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায়। যেখানে নাকি আলবিস্তেদের অনেকের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। এমনটায় জানায় বিবিসির প্রতিবেদনে। 

এ নিয়ে গোলরক্ষক মার্টিনেজ স্মরণ করে বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে কঠিন রাত ছিল-আমি ঘুমাতে পারিনি, আমি আমার প্রথম বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ভয়ে ছিলাম’ 

এই গল্প বলতে যেয়ে, অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক একটি বক্সিং ম্যাচের সাথে তুলনা করেন যেখানে সেই ব্যক্তি ছিটকে যায়- আর তিনি বলেন, ‘আমরা লড়াই করতে পারিনি’


বিজ্ঞাপন


আরও পড়ুন-ব্যালন ডি’অর দৌড়ে মেসির সাথে শীর্ষ পাঁচে লড়বেন যারা
আরও পড়ুন-পিএসজির হয়ে ডি মারিয়ার যে রেকর্ড ভাঙতে চলেছেন মেসি

বিবিসির প্রতিবেদনে আরও উল্লেখ করে জানায়, নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে, মেসি তার চরিত্রের একটি ভিন্ন দিক দেখিয়েছিলেন, তার গোল উদযাপনে ডাচ বেঞ্চের কাছে কান লাগানোর পরে ‘সেই খারাপ ছেলে’ হয়ে ওঠেন।

অপরদিকে ফাইনালে লা আলবিসেলেস্তেরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করার হিরো ছিলেন মার্টিনেজ। এবং সেই ম্যাচে উদযাপন করার সময় তার বাজে মন্তব্য করেছিল। সেদিন ফ্রান্সের তৃতীয় পেনাল্টি মিস করার কথা স্মরণ করে তিনি বলেছেন, ‘তার মিস করা দ্বিতীয় পেনটির পরে আমি যেভাবে নাচতাম সেভাবে আমি কখনো নাচতাম না। আমার জীবনে কখনোই না।’ এ নিয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মাঠের একজন শিশু হয়ে গেছিলাম তখন। আমি দেখতে পাচ্ছি না এরপর কি হতে যাচ্ছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন