সম্প্রতি লরিয়াস এওয়ার্ডে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এই লরিয়াস এওয়ার্ড অনুষ্ঠানেই সাবেক ইতালিয়ান ফুটবলার ফাবিও ক্যাপেলো এমবাপেকে এগিয়ে রেখেছেন মেসির চেয়ে।
মেসি এবং তুরুণ ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে বর্তমানে পিএসজিতে ক্লাব সতীর্থ। বিশ্বফুটবলে এ দুই তারকার প্রতিযোগিতা বেশ কয়েক বছর ধরেই আছে। সেরার তকমাতেও তাই প্রতিযোগিতা থাকাই স্বাভাবিক।
বিজ্ঞাপন
লরিয়াস এওয়ার্ডে বর্ষসেরার পুরস্কার দুজনের মধ্যে কে সেরা এ প্রশ্নে ক্যাপেলো বলেন, ‘মেসি অসাধারণ, ক্যারিয়ারের শুরু থেকে আজ অব্দি যা করেছে তা অভাবনীয় সাফল্যের উদাহরণ। অনেক বছর ধরে সে সেরা ফুটবলার ছিলো।’
এরপরই তিনি বলেন, ‘কিন্তু বর্তমানে এমবাপেই মেসির চেয়ে এগিয়ে। সে অত্যন্ত দৃঢ়, তার কাছে গতি আছে এবং সে গোল করতে পারে।’ সেরার প্রশ্নে নানাজনের নানা মত থাকলেও এমবাপে যে সামনের সময়ে ফুটবল বিশ্বে রাজত্ব করবেন তাতে সন্দেহ নেই কারোই।
আরএ/

