সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘আজকের মতো ভালোবাসা ও আদর আগে কখনো অনুভব করিনি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

‘আজকের মতো ভালোবাসা ও আদর আগে কখনো অনুভব করিনি’

বিজ্ঞাপন


জর্ডানে জাতীয় দলে খেলতে যাচ্ছেন রংপুরের নারী ফুটবলার রিতা ও সুলতানা

লিভারপুলের ঘরের ছেলে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে তিনি খেলেছেন দীর্ঘ ২০ বছর। বিগত কয়েক বছরে ক্লাবটির সব সাফল্যের পেছনেই তার রয়েছে অসামান্য অবদান। এবারের মৌসুমে লিগ শিরোপা জয়েও তার ছিল মুখ্য ভূমিকা। তবুও এ মৌসুমের শেষভাগে এসে সমর্থকদের একটি অংশের কাছে তিনি ভিলেনে পরিণত হয়েছিলেন।

আর্নল্ডের ভিলেন বনে যাওয়ার পেছনে প্রধাণ কারণ, তিনি লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রিমিয়ার লিগের দলটির হয়ে সম্ভাব্য সব জয়ের পর এবার তিনি পাড়ি জমাচ্ছেন স্পেনে, রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি।

আরও পড়ুন-

ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপে

পিএসএল জিতে কত টাকা পেলেন সাকিব-রিশাদ-মিরাজরা

আর্নল্ড শুধু যে লিভারপুল ছাড়ছেন তাই নয়, শৈশবের ক্লাবটিতে তার চুক্তির মেয়াদও শেষ হচ্ছে ৩০ জুন, ফলে ফ্রি এজেন্ট হিসেবেই রিয়ালে যাচ্ছেন তিনি। অর্থাৎ তাঁকে বিক্রি করে কানাকড়িও আয় করতে পারবে না লিভারপুল। এসব কারণেই মূলত সমর্থকদের একটি অংশেষে বিদ্বেষ তাঁকে নিয়ে। লিভারপুলের সবশেষ ঘরের মাঠে ম্যাচে তাকে দুয়োও দেন তারা।

আরও পড়ুন-
মুস্তাফিজকে দলে নেওয়ায় আইপিএল বয়কটের দাবি!
ম্যাক্সওয়েলের খারাপ ফর্মের পেছনে দায়ী প্রীতি জিনতার অমতে বিয়ে!

তবে গতকাল লিভারপুল মৌসুমে নিজেদের শেষ ম্যাচটি খেলেছে। এ ম্যাচেও বদলি নেমেছিলেন আর্নল্ড, আর মাঠে নামার আগে আবার হয়তো দুয়ো শোনার শঞকা ছিল তার। তবে এবার তা হয়নি, বরং আর্নল্ড মাঠে নামতেই, উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। দর্শকদের এমন ভালোবাসা পেয়ে অশ্রুসজল হয়ে পড়েছিলেন আর্নল্ড।

আরও পড়ুন-

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ, ডাক পেলেন যিনি

অবিশ্বাস্য জয়ে পিএসএল চ্যাম্পিয়ন সাকিব-রিশাদের লাহোর

স্বপ্নের ক্লাবের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে তিনি বলেন, “জানতাম না, কী অপেক্ষা করছে আমার জন্য। হ্যাঁ, আসলেই জানতাম না, কয়েক সপ্তাহ আগে যা হলো, এরপর আজকে অ্যানফিল্ডে কী পেতে পারি, তবে ক্লাবের হয়ে আর একটি বার খেলতে মুখিয়ে ছিলাম। কোচকে তা বলেছিলাম এবং তিনি ভরসা রেখেছে মাঝবিরতির পর। মাঠে নামার সময় সে অভ্যর্থনা পেয়েছি, এটির মূল্য আমার কাছে যে কোনো কিছুর চেয়ে বেশি।”

প্রিমিয়ার লিগে শেষ দিনে নাটক, চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল যারা

আইপিএলে আর খেলবেন কি না, জানালেন ধোনি

তিনি আরও বলেন, “এই ক্লাবের হয়ে শতশত ম্যাচ খেলেছি। কিন্তু আজকের মতো এতটা ভালোবাসা ও আদর আগে অনুভব করিনি কখনও। হৃদয়ের গভীর থেকে অনুভব করেছি এবং আশা করি, ক্লাবের ভক্ত-সমর্থকেরা একদিন অনুভব করবে ও স্বীকৃতি দেবে, এই ক্লাবের হয়ে কতটা কঠোর পরিশ্রম করেছি এবং কত কিছু করেছি। এমন কোনো দিন নেই, একটা মিনিট কিংবা একটা সেকেন্ড নেই যে দলের কথা ভাবিনি।”

সমর্থকদের কাছে ক্ষমা চাইবেন ম্যানইউ কোচ

আইপিএলে লজ্জার রেকর্ড রশিদ খানের

দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপসহ মোট আটটি শিরোপা জিতে লিভারপুল ছাড়ছেন আর্নল্ড। তিনি বলেন, “৬ বছর বয়স থেকে ২৬ বছর… ২০ বছর হয়ে গেছে এখানে, অনেক অনেক লম্বা সময়। প্রতিটি মিনিট উপভোগ করেছি ও ভালোবেসেছি। উত্থান-পতন, একাডেমি থেকে উঠে আসা, মূল দলে জায়গা করে নেওয়া, মূল দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা… এই ক্লাবের একজন হতে পারাই বড় সম্মান ও প্রাপ্তি।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর