সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএল

প্রীতি জিনতার দুঃখ মোচন করতে পারেন কেবল রিশাদই!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

প্রীতি জিনতার দুঃখ মোচন করতেন পারেন কেবল রিশাদই!

১৮ বছরের দীর্ঘ শিরোপা খরা। প্রতিবছর আইপিএলে নতুন আশার আলো জ্বলে, আবার ম্লান হয়ে যায় ব্যর্থতার ছায়ায়। পাঞ্জাব কিংসের গল্পটা ঠিক এমনই। প্রীতি জিনতা ক্রিস গেইলের মতো আইকন ক্রিকেটারও দলে ভিড়িয়ছেন ট্রফির খরা কাটতে, এছাড়াও একঝাঁক তারকা ক্রিকেটার নিয়েও শিরোপার মঞ্চে ওঠা হয় না। আর এই দুর্ভাগ্যের চক্র ভাঙতে এখন একটাই নাম বারবার উঠে আসছে রিশাদ হোসেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার এখন ক্রিকেটবিশ্বে পরিচিত হচ্ছেন ‘লাকি চার্ম’ হিসেবেই।

মুস্তাফিজকে দলে নেওয়ায় আইপিএল বয়কটের দাবি!


বিজ্ঞাপন


ম্যাক্সওয়েলের খারাপ ফর্মের পেছনে দায়ী প্রীতি জিনতার অমতে বিয়ে!

বিগত ছয় মাসে চারটি ভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে চারটি আলাদা দলের হয়ে অথবা তাদের স্কোয়াডের অংশ হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রিশাদ। শুধুই কি কাকতালীয়? নাকি এই তরুণের মধ্যে সত্যিই আছে কোনো অলৌকিক ‘চ্যাম্পিয়ন মন্ত্র’? যার শুরু রংপুর রাইডার্সকে ঘিরে।

আরও পড়ুন-
পিএসএল জিতে কত টাকা পেলেন সাকিব-রিশাদ-মিরাজরা
আইপিএলের চিয়ারলিডাররা এক ম্যাচে কত টাকা আয় করেন?
সূর্যবংশীর সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন প্রীতি জিনতা
আইপিএলে লজ্জার রেকর্ড রশিদ খানের
প্রিমিয়ার লিগে শেষ দিনে নাটক, চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল যারা

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিনিধি হিসেবে রিশাদ ছিলেন দলে, এবং দল হলো চ্যাম্পিয়ন। এরপর বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্স রিশাদকে চেয়েছিল স্কোয়াডে। বাংলাদেশ বোর্ডের বাধায় তিনি মাঠে নামতে পারেননি। কিন্তু দলে তার নাম ছিল, আর ফলাফল? হোবার্টের প্রথম শিরোপা জয়!


বিজ্ঞাপন


বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেললেন রিশাদ। ফলাফল বরিশালের দ্বিতীয় বিপিএল শিরোপা। এরপর প্রথমবারের মতো বিদেশে গিয়ে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামলেন। গায়ে গতরে খেললেন, উইকেট নিলেন আর লাহোর জিতে নিলো শিরোপা। 

আরও পড়ুন-
আইপিএলে আম্পায়ারিং বিতর্ক, ‘অগ্রহণযোগ্য’ বললেন প্রীতি জিনতা
উত্তপ্ত পাঞ্জাব কিংস, সাবেক প্রেমিকের বিরুদ্ধে আদালতে প্রীতি জিনতা!
আইপিএল প্লে-অফ নিশ্চিত চার দলের, প্রথম দুইয়ে থাকতে যে সমীকরণ
প্লে-অফের আগে বড় সুখবর কোহলির আরসিবির
পিএসএল জিতে কত টাকা পেলেন সাকিব-রিশাদ-মিরাজরা

রিশাদের সঙ্গে যুক্ত প্রতিটি দলের সফলতা হয়তো কেউ কেউ কাকতালীয় ভাবতে পারেন। কিন্তু প্রতিটি ম্যাচে তার পারফরম্যান্স, দলের ভেতরে তার প্রভাব এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপর্যস্ত করে দেওয়ার ক্ষমতা বলছে, এটি স্রেফ ভাগ্য নয়। রিশাদের মধ্যে আছে সেই ‘চ্যাম্পিয়নস মেন্টালিটি’।

আরও পড়ুন-অর্থই অনর্থের মূল, স্যাম্পল কেস— রিশব পন্ত

তরুণ বয়সে বড় মঞ্চে খেলার সাহস, প্রতিপক্ষকে চমকে দেওয়ার ধরন, আর নির্ভীক মনোভাব সব মিলিয়ে তিনি নিজেই যেন হয়ে উঠেছেন এক চলন্ত টোটকা। এই অবস্থায় প্রশ্ন উঠছেই, পাঞ্জাব কিংস কি রিশাদকে স্কোয়াডে নেবে? হয়তো তিনি আইপিএলের সবচেয়ে বড় নাম নন। কিন্তু ভাগ্য পরিবর্তনের জন্য সবসময় বড় নাম নয়, সঠিক সময়ের সঠিক মানুষটাই দরকার হয়। আর রিশাদ যেন ঠিক সেই মানুষটা!

আরও পড়ুন-আইপিএলে আর খেলবেন কি না, জানালেন ধোনি

পাঞ্জাব চাইলে আসরে রিশাদকে অন্তর্ভুক্ত করতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার বা স্পিন বিকল্প হিসেবেই। রিশাদ শুধু স্কোয়াডে থাকলেই কি যথেষ্ট হবে না? ইতিহাস তো সেটাই বলছে!  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর