সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অভিষেককে মাঠ ছাড়তে বলে নিজেই নিষিদ্ধ হলেন লক্ষ্ণৌয়ের বোলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

অভিষেককে মাঠ ছাড়তে বলে নিজেই নিষিদ্ধ হলেন লক্ষ্ণৌয়ের বোলার

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের স্পিনার দিবেশ রাঠি এবার আইপিএলের আচরণবিধি ভেঙে পড়েছেন বড় ঝামেলায়। চলতি মৌসুমে তৃতীয়বারের মতো নিয়ম লঙ্ঘন করায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। পাশাপাশি ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে বিসিসিআই।

এই ঘটনা ঘটেছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লক্ষ্ণৌয়ের হোম ম্যাচে, যেখানে রাঠি আউট করেন অভিষেক শর্মাকে। চেজের অষ্টম ওভারে অভিষেককে আউট করার পর রাঠি তাকে হাত নেড়ে ‘সেন্ড-অফ’ দেন এবং নিজের বিখ্যাত ‘নোটবুক’ উদযাপন করেন। এরপর দুই খেলোয়াড়ের মধ্যে কথার লড়াই শুরু হয়, যা থামাতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ার মাইকেল গফকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন- ‘ধোনির ভক্তরা আসল, বাকিদের সমর্থক কেনা’- বিস্ফোরক মন্তব্য হরভজনের

আরও পড়ুন- ধোনি-রোহিত যা পারেননি, তাই করে দেখালেন শ্রেয়স আইয়ার

এই ম্যাচের পর রাঠির ডিমেরিট পয়েন্ট দাঁড়ায় ৫-এ। ফলে নিয়ম অনুযায়ী, তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। বৃহস্পতিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাচ্ছে না লক্ষ্ণৌ।

আরও পড়ুন- ফের বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, সেরা দশে আরও যারা


বিজ্ঞাপন


আরও পড়ুন- ইংলিশ ক্লাবগুলোকে টপকে তরুণ তারকাকে দলে নিল রিয়াল মাদ্রিদ

আইপিএল আচরণবিধির ২.৫ নম্বর ধারা অনুযায়ী, চারটি ডিমেরিট পয়েন্ট হলেই এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। সেই হিসেবেই রাঠি নিষিদ্ধ হচ্ছেন। এই পয়েন্টগুলো ৩৬ মাস পর্যন্ত খেলোয়াড়ের রেকর্ডে থেকে যায়। ফলে ভবিষ্যতের মৌসুমগুলোতেও সাবধান থাকতে হবে তাকে। ৮ পয়েন্ট হলেই দুই ম্যাচ এবং ১১ পয়েন্ট হলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে।

আরও পড়ুন- কেন মুখ ঢেকে কথা বলেন ফুটবলাররা?

আরও পড়ুন- ফুটবল ম্যাচে গোলকিপারদের জার্সি যে কারণে দলের সবার চেয়ে আলাদা

এর আগেও রাঠি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন দু’টি ম্যাচে। ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়াংশ আরিয়াকে আউট করার পর ‘নোটবুক’ উদযাপন করে পেয়েছিলেন এক পয়েন্ট। এরপর ৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের নামন ধীরকে আউট করার পর একই কাণ্ড ঘটিয়ে পান আরও দুটি পয়েন্ট।

প্রথমবারের ঘটনায় ম্যাচ অফিসিয়ালরা তাকে কারণ বুঝিয়ে বলেন। কিন্তু তিনদিন পর আবার একই আচরণে শাস্তি পেয়ে রাথি বলেন, তিনি ভেবেছিলেন শুধুমাত্র ব্যাটারের দিকে তেড়ে যাওয়ার কারণেই প্রথমবার শাস্তি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- আনচেলত্তিকে নিয়োগের পর ব্রাজিল ফুটবলের প্রধান বরখাস্ত

আরও পড়ুন- টেস্টকে কোহলির বিদায়ের নেপথ্যে ব্যক্তিগত কথা জানালেন রবি শাস্ত্রী

অন্যদিকে, অভিষেক শর্মাও ওই ঘটনার জন্য শাস্তি পেয়েছেন। তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এটি ছিল অভিষেকের প্রথম অপরাধ।

তবে খেলার উত্তাপ মাঠে থাকলেও ম্যাচ শেষে উভয় ক্রিকেটারকেই স্বাভাবিক মেজাজে দেখা গেছে। ম্যাচ শেষে দুজন হাত মেলান এবং হাসি-ঠাট্টা করতে দেখা যায়, ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরে আসে। উল্লেখ্য, ওই ম্যাচটি ছয় উইকেট আর দশ বল হাতে রেখেই জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

দলের দিক থেকে দেখলে, রাঠিকে হারানো লক্ষ্ণৌর জন্য বড় ধাক্কা। এই স্পিনার এখন পর্যন্ত ১৪ উইকেট নিয়ে এলএসজির শীর্ষ উইকেটশিকারি। এমন এক মৌসুমে যেখানে তাদের বোলাররা খুব একটা ভালো করতে পারেনি, রাঠিই ছিলেন ভরসা। তবে রাঠিকে পাওয়া যাবে এলএসজির শেষ লিগ ম্যাচে, ২৭ মে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর