আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে সফল বলা হয় মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে। দু’জনেই নিজেদের দলকে পাঁচবার করে শিরোপা জিতিয়েছেন। তবে আইপিএল ২০২৫-এর নাটকীয় এক সন্ধ্যায় শ্রেয়স আইয়ার গড়লেন এমন এক নজির, যা নেই ধোনি বা রোহিতের ঝুলিতে।
পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে শ্রেয়স এবার দলকে প্লে-অফে তুলেছেন, আর এর মধ্য দিয়ে তিনটি ভিন্ন দলকে আইপিএলের প্লে-অফে তোলার কীর্তি গড়লেন তিনি। এই অনন্য রেকর্ডে তিনি এখন একা।
বিজ্ঞাপন
২০১৯ ও ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে প্লে-অফে ওঠেন শ্রেয়স। ২০২০ সালের ফাইনাল পর্যন্ত গিয়েও শিরোপা হাতছাড়া হয় তার দলের। এরপর ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে প্রথমবার অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করেন তিনি। আর এবার, দীর্ঘ ১১ বছর পর শ্রেয়সের নেতৃত্বে আইপিএল ২০২৫-এ পঞ্জাব কিংস জায়গা করে নেয় শেষ চারে।
পঞ্জাব কিংসের জন্য এটি তৃতীয়বারের মতো প্লে-অফে ওঠার ঘটনা। ২০০৮ সালের সেমিফাইনাল ও ২০১৪ সালের ফাইনালের পর এবার শ্রেয়সের হাতে তাদের ভাগ্যের চাকা আবার ঘুরলো।
রোবনারের ডাবল হেডারে রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠেই হারিয়ে দেয় পঞ্জাব। দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লিকে বিধ্বস্ত করে গুজরাট টাইটানস। এই দুই ফলাফলের জেরে প্লে-অফ নিশ্চিত হয় গুজরাট, পঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
তবে ম্যাচের একটি ব্যতিক্রমী দিক ছিল, পঞ্জাবের জয়ের দিনে শ্রেয়স আইয়ার মাঠে ছিলেন কেবল প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তাকে মাঠে দেখা যায়নি, দলের নেতৃত্ব দেন শশাঙ্ক সিং।
বিজ্ঞাপন
ইতিহাস বলছে, তার নেতৃত্বে দলগুলো শুধু প্লে-অফে ওঠেইনি, বরং শিরোপার কাছাকাছিও পৌঁছেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে হয়তো শেষ পর্যন্ত ধোনি-রোহিতের পাশে বসে পড়বেন শ্রেয়স আইয়ারও।

