বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে আর কোনো সরকারি বাধা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার কথা নিশ্চিত করেছে বিসিবি। এখন বিষয়টি ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ জানিয়েছেন, ক্রিকেটারদের পাকিস্তানে যেতে জোর করা হবে না।
বিজ্ঞাপন
তিনি বলেন, 'সরকার সবুজ সঙ্কেত দিয়েছে আজকে, এই কিছুক্ষণ আগে। এটা হলো স্টেজ ওয়ান। এরপর স্টেজ টু হলো, আমরা এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ করব। ওদেরকে তো আমরা জোর করতে পারি না। কারণ, এটা নিরাপত্তার ব্যাপার। সরকারের দিক থেকে কনসার্ন নেই। কিন্তু ক্রিকেটারদের নিজস্ব ভাবনা থাকতেই পারে। আমরা ক্রিকেটারদের স্বাধীনতা দেব সিদ্ধান্ত নেওয়ার।'
বর্তমানে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে, যেখানে তারা খেলছে দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেখান থেকেই পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে দলের।
তবে সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ায় পাকিস্তান সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি জানিয়েছে, সরকারের সবুজ সংকেত থাকলেও, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেটারদের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে।
তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পুনরায় শুরু হওয়ায় সিরিজটি পিছিয়ে ২৭ মে থেকে শুরু করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিবি এখন সেই নতুন সূচি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবে।
বিজ্ঞাপন

