সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আনচেলত্তিতে ভরসা নেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

abcelotti brazil cafu

ফুটবল বিশ্বে জোর গুঞ্জন, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। ইউরোপের একাধিক গণমাধ্যমে বেশ কিছুদিন ধরেই এই আলোচনার ঝড়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি ইতালিয়ান কোচ নিজেই।

আরও পড়ুন- ব্রাজিলের কোচ হবেন নাকি রিয়ালেই থাকবেন, আনচেলত্তি নিজে যা জানালেন


বিজ্ঞাপন


এদিকে বিশ্বকাপের শিরোপা খরা কাটাতে মরিয়া ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ), যে কোনো মূল্যে আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্বে আনতে চায়। তবে সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এ নিয়ে একটু ভিন্ন মত পোষণ করছেন। তার মতে, ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারে একজন দেশি কোচই।

আরও পড়ুন-লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি

আরও পড়ুন- ৪১ বছর বয়সে ৭ উইকেট নিয়ে রেকর্ড, কে এই ক্রিকেটার

এক সাক্ষাৎকারে কাফু বলেন, ‘যদি আনচেলত্তিকে নির্বাচন করা হয়, তবে আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু আমরা একমাত্র দল যারা পাঁচবার বিশ্বকাপ জিতেছে, তাও সববার দেশি কোচের অধীনে। আমরা কখনো বিদেশি কোচ নিইনি, এবং এই ঐতিহ্য বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ। আমি এই বিশ্বকাপের জন্য একজন ব্রাজিলিয়ান কোচকেই এগিয়ে রাখব।’


বিজ্ঞাপন


আরও পড়ুন- দলের ক্রিকেটারদের চাহিদা মেটাতে যা করেছিলেন প্রীতি জিনতা

তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনো দেড় বছর বাকি। একজন কোচকে তার পরিকল্পনা গুছিয়ে দল তৈরির সময় দেওয়া উচিত। দীর্ঘ মেয়াদে, বিশেষ করে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত লক্ষ্য করলে, চার বছরের অভিজ্ঞতা থাকলে কোনো বিদেশি কোচও হয়তো পারবে। কিন্তু এখন ব্রাজিলিয়ান কোচই উপযুক্ত।’

আরও পড়ুন- কোন ৩ বোলারের বল খেলা বেশি কঠিন, জানালেন কোহলি

তবে আনচেলত্তির প্রশংসাও করতে ভোলেননি এই সাবেক তারকা ডিফেন্ডার। ‘আনচেলত্তি একজন অসাধারণ কোচ। মিলানে তিনি শুধু কোচ নন, ছিলেন এক বাবা, বন্ধু ও ভাইয়ের মতো। মাঠে হোক বা বাইরে, খেলোয়াড়দের তিনি আগলে রাখতেন ভালোবাসা দিয়ে। তিনি জানেন কীভাবে ম্যাচ এবং অনুশীলনের সেশন পরিচালনা করতে হয়। যেখানেই গেছেন, সাফল্য এনে দিয়েছেন। সে দিক দিয়ে জাতীয় দলকেও জেতাতে পারেন।’

বর্তমানে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে অন্তর্বর্তী দায়িত্বে আছেন ফার্নান্দো দিনিজ। তবে স্থায়ী কোচ নিয়োগের বিষয়টি ঘিরেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আনচেলত্তি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর