এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি অবশেষে জানালেন, কারা তাকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছেন ক্রিকেট ক্যারিয়ারে। ফর্ম্যাটভেদে প্রায় সব রেকর্ড নিজের করে নেওয়া এই ভারতীয় তারকা সম্প্রতি এক আলাপচারিতায় তুলে ধরেন তার কঠিনতম বোলারদের নাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জিতে এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি। সেই স্মৃতিময় অধ্যায় পেরিয়ে এসে তিনি বলেন, “টি-টোয়েন্টিতে সবচেয়ে কঠিন বোলার ছিলেন সুনীল নারিন।” ক্যারিবীয় স্পিনারটির ‘মিস্ট্রি বল’ বরাবরই ভুগিয়েছে কোহলিকে। তাঁর ভাষায়, “সুনীল নারিনের বিপক্ষে খেলাটা সবসময় কঠিন। ও আমাকে নিয়মিত সমস্যায় ফেলেছে, এখনো ফেলছে।”
বিজ্ঞাপন

আরও পড়ুন- আইপিএলে একটি ম্যাচ খেলে কত টাকা পান ক্রিকেটাররা?
লাল বলের ক্রিকেটে কোহলির সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কে, এমন প্রশ্নের উত্তরে অনেকেই ভাবতে পারেন মিচেল স্টার্ক বা জশ হ্যাজলউডের নাম। তবে কোহলি স্টার্ক বাঁ হ্যাজলউডের নাম নেননি।
তাঁকে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। বিশেষ করে ইংলিশ কন্ডিশনে, যেখানে সুইং ও সিমের রাজত্ব, সেখানে অ্যান্ডারসনের বিপক্ষে ব্যাটিং ছিল কোহলির জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, “টেস্টে আমার দেখা সবচেয়ে কঠিন বোলার অ্যান্ডারসন। ইংল্যান্ডে ওর বল খেলা সত্যিই কঠিন ছিল।”
বিজ্ঞাপন
আরও পড়ুন- লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি

৫০ ওভারের ক্রিকেটে কোহলির কাছে কঠিন বোলারের তালিকায় আছে দুই নাম। এ দুজন হলেন, লাসিথ মালিঙ্গা ও আদিল রশিদ। শুরুতে মালিঙ্গার ইয়র্কার ও ভিন্ন ধরনের অ্যাকশন তাকে বিপদে ফেলেছে, আর সাম্প্রতিক সময়ে ইংলিশ লেগস্পিনার আদিল রশিদকে কোহলি বলছেন “সবচেয়ে কঠিন স্পিনার”। মালিঙ্গার বিপক্ষে খেলাটা শুরুতে সহজ ছিল না। আর আদিল রশিদের বিপক্ষে ওয়ানডেতে খেলা বরাবরই চ্যালেঞ্জিং,” জানান কোহলি।


