লা লিগা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলছেন না কার্লো আনচেলত্তি। তার কথায়, এই ক্লাবের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই আপাতত নীরব থাকছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় আর কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরও, লা লিগা শিরোপার লড়াইয়ে এখনো টিকে আছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচ বাকি থাকতে তারা বার্সার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে। রবিবার বার্নাব্যুতে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে ফের লিগ মিশন শুরু হচ্ছে।
এর মধ্যেই গুঞ্জন, ব্রাজিল জাতীয় দলের কোচ হতে পারেন আনচেলোত্তি। ইএসপিএনের খবর অনুযায়ী, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তার জন্য অপেক্ষা করতেও প্রস্তুত, অন্তত শিরোপার লড়াই শেষ হওয়া পর্যন্ত। সামনে ১১ মে, বার্সা-রিয়ালের আরেকটি এল ক্লাসিকো, যা শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।
বিজ্ঞাপন
এর আগে তাই নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু জানাতে রাজি না আনচেলত্তি। আজ তিনি বলেন, "আমার ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি অনেক ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলব ২৫ মে। তার আগে নয়... আমি এখন কিছু বলার প্রয়োজন অনুভব করছি না।"
আরও পড়ুন- কোন ৩ বোলারের বল খেলা বেশি কঠিন, জানালেন কোহলি
রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তি রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। কিন্তু চলতি মৌসুমের পারফরম্যান্স হতাশাজনক হওয়ায়, এই মৌসুম শেষেই তিনি চলে যেতে পারেন, এমনটাই বলছে ইএসপিএন। তবে তার বিদায়ের ধরন নিয়ে এখনো ক্লাবের মধ্যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি স্বেচ্ছায় যাবেন, নাকি ক্লাব তাকে বরখাস্ত করবে- এই বিষয়েই এখন ভাবনা চলছে, কারণ এর ওপর নির্ভর করছে আর্থিক হিসাব।
এ নিয়ে আনচেলত্তি বলেন, "আমি জানি মিডিয়া আমার ভবিষ্যৎ নিয়ে জানতে চায়। কিন্তু আমি এখনই এ নিয়ে কিছু বলতে রাজি নই। এটা আমাদের মধ্যে একধরনের যোগাযোগের ঘাটতি, হয়তো। আমি জানি কী করতে হবে, আর সেটা হলো- এখন চুপ থাকা।" বিদায়ের গুঞ্জন থাকলেও, আনচেলোত্তি পরিষ্কার করেছেন, রিয়ালের সঙ্গে তার সম্পর্ক বরাবরই চমৎকার এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- লাস্যময়ী অভিনেত্রীর ছবিতে ‘লাভ রিয়্যাক্ট’ দিয়ে বিপাকে কোহলি
তিনি বলেন, "আমি জানি না কী হবে। কিন্তু যেভাবেই হোক, এটা হবে একটি চমৎকার বিদায়। আমি কখনো ক্লাবের সঙ্গে ঝগড়ায় জড়াইনি, ছয় বছরে হয়নি, ভবিষ্যতেও হবে না। ২৫ মে হোক কিংবা ২০২৬ বা ২০৩০, যেদিনই শেষ হোক, তা হবে দারুণ একটি দিন।"
আরও পড়ুন- আইপিএলে একটি ম্যাচ খেলে কত টাকা পান ক্রিকেটাররা?
এদিকে বায়ার লেভারকুজেনের কোচ জাবি আলোনসোকে আনচেলত্তির উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে, এমন গুঞ্জন ছড়িয়েছে। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সান্তি সোলারির নামও উঠে এসেছে। তবে এসব খবর নিয়ে কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন আনচেলোত্তি। তিনি বলেন, "ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক দারুণ। সব কিছু নিয়ে আমাদের কথা হয়। সম্পর্কটা সবসময়ই ইতিবাচক। সংবাদমাধ্যমে অনেক কিছুই লেখা হয়, যার বেশিরভাগ সত্য না।"

