ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলিকে নিয়ে ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর বিতর্ক। সম্প্রতি ইনস্টাগ্রামে এক অখ্যাত অভিনেত্রীর ফ্যান পেজে দেওয়া ‘লাভ রিয়্যাক্ট’ ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা, ট্রল আর ঠাট্টার ঝড়। যদিও কোহলি নিজেই বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, এটি ছিল নিছকই একটি অনিচ্ছাকৃত ভুল।
ঘটনাটি ঘটে এমন একদিনে, যেদিন ছিল কোহলির স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার জন্মদিন। সে দিনই ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়ে স্ত্রীর জন্য শুভেচ্ছা জানান কোহলি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নজরে আসে একটি ফ্যান পেজে অভনীত কউর নামের এক ইনফ্লুয়েন্সারের ছবিতে কোহলির দেওয়া 'লাভ' রিঅ্যাক্ট। দ্রুত ভাইরাল হয়ে যায় সেই স্ক্রিনশট।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আইপিএলে প্লে অফে জায়গা পেতে লড়াইয়ে ৭ দল, যে সমীকরণ
কেউ কেউ বিষয়টিকে নিছক মজার ছলে নিয়েছেন, আবার অনেকে কোহলির 'বিশ্বস্ততা' নিয়েও প্রশ্ন তুলেছেন। এমনকি, কিছু ব্যবহারকারী আনুষ্কাকেও ট্যাগ করে এই পোস্ট শেয়ার করেছেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই, কোহলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি দেন। সেখানে তিনি লেখেন, 'যখন আমার ফিড পরিষ্কার করছিলাম, তখন হয়ত অ্যালগোরিদমের জন্য ভুল করে কোনও ঘটনা ঘটেছে। এর পেছনে আমার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। সবাইকে অনুরোধ করছি, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।'
বিজ্ঞাপন
আরও পড়ুন:রিয়াল অধ্যায়ের ইতি টানছেন লুকা মদ্রিচ, যে ক্লাবে যাচ্ছেন!
তবে এই ব্যাখ্যা দিয়েও সমালোচনার হাত থেকে রেহাই মেলেনি ভারতের সাবেক অধিনায়কের। কেউ কেউ ঠাট্টা করে লিখেছেন, 'অ্যালগোরিদমও অভনীতের ছবিতেই গিয়ে থামে নাকি?' আবার কেউ মন্তব্য করেছেন, 'ডাল মে কুচ কালা হ্যায়!'