আন্তর্জাতিক ক্রিকেটে হেইনরিখ ক্লাসেনের অধ্যায় কি তাহলে শেষের পথে? সম্প্রতি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় মারকুটে এ ব্যাটারের নাম না থাকায় এমন প্রশ্নই উঠছে ক্রিকেট বিশ্লেষকদের মাঝে।
২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া এই ব্যাটার গত মৌসুমে শুধু সাদা বলের চুক্তিতে ছিলেন। তবে এবার তাকে বাদ দেওয়া হয়েছে, ১৮ সদস্যের কেন্দ্রীয় তালিকাইয় নেই তিনি। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, “ক্লাসেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।” তবে ধারণা করা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নিজের ক্যারিয়ার গড়তেই এখন বেশি মনোযোগী ক্লাসেন।
বিজ্ঞাপন
চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন আরও দুই খেলোয়াড়—বাঁহাতি স্পিনার বিয়র্ন ফোরচুন ও অলরাউন্ডার আন্দিলে ফেহলুকায়ো। তাবরাইজ শামসি ও আনরিখ নরকিয়েও এবার চুক্তির বাইরে থাকছেন, যদিও তারা আগেই নিজ থেকেই কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেননি।
এদিকে ক্লাসেনের মতো সাদা বলের ক্রিকেটেই বিশেষজ্ঞ ডেভিড মিলার ও রাসি ফন ডার ডুসেন পেয়েছেন ‘হাইব্রিড চুক্তি’। এতে নির্দিষ্ট কিছু দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি ইভেন্টে তারা খেলতে পারবেন। এইক্লাসেন এবং মিলার দুইজনই ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগে চুক্তিবদ্ধ, আগস্টের ১০ থেকে ২৪ তারিখ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া সফরে থাকবে যা হান্ড্রেডের সূচির সঙ্গে সাংঘর্ষিক।
নতুন চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন ১৮ বছর বয়সী বাঁহাতি পেসার কওয়েনা মাফাকা, অলরাউন্ডার সেনুরান মুথুসামি এবং হাঁটুর অস্ত্রোপচারের পর মাঠে ফেরার অপেক্ষায় থাকা লিজাড উইলিয়ামস।
চলতি মৌসুমে মাঝপথে চুক্তি পাওয়া ডেভিড বেডিংহাম, উইয়ান মুল্ডার ও কাইল ভেরেইনাও জায়গা ধরে রেখেছেন। স্ট্রেস ফ্র্যাকচার থেকে সেরে উঠতে থাকা নানদ্রে বার্গারও তালিকায় রয়েছেন, যদিও মৌসুমে এখনো কোনো ম্যাচ খেলেননি তিনি।
বিজ্ঞাপন
চুক্তিবদ্ধ খেলোয়াড়দের মধ্যে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং টি-টোয়েন্টি অধিনায়ক এইডেন মার্করাম। পেস আক্রমণে আছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোতজি, মার্কো ইয়ানসেন ও স্পিনার কেশব মহারাজ। ব্যাটিং বিভাগে নিয়মিত মুখ টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও রায়ান রিকেলটনও জায়গা পেয়েছেন।
জাতীয় দল ও হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক এনক নকওয়ে জানান, “এই তালিকা তৈরিতে আমরা আগামী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে গুরুত্ব দিয়েছি। আধুনিক ক্রিকেটের গতিপথ মাথায় রেখেই হাইব্রিড চুক্তির মাধ্যমে মিলার ও রাসিকে নির্দিষ্ট সিরিজ ও টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হয়েছে।”
সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে দক্ষিণ আফ্রিকা ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। সামনে আছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এরপর জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর, পাকিস্তানে টেস্ট সিরিজ এবং বছরের শেষ দিকে ভারতের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ।
এই ব্যস্ত সূচিতে এবার থাকছে নতুন হোয়াইট বল কোচও। গত সপ্তাহে পদত্যাগ করেছেন রব ওয়াল্টার। আর এই পরিবর্তন-পর্বে হেইনরিখ ক্লাসেনের আন্তর্জাতিক অধ্যায়ের পাতা আর একবার খুলবে কি না, সেটিই এখন দেখার বিষয়।