সাদা বলের ক্রিকেটে আইসিসির সবশেষ তিনটি টুর্নামেন্টের দুইটিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেওয়ার পর রোহিত শর্মার নেতৃত্বে কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে ভারত। এ দুইটি টুর্নামেন্টেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে কোনো ম্যাচ না হেরেই। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল ঘরের মাঠে আয়োজন করা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও। তবে শেষ পর্যন্ত তা হয়নি ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারায়। এসব নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন রোহিত।
আইসিসি টুর্নামেন্টে ভারতের অসাধারণ সাফল্যের কথা স্মরণ করে অধিনায়ক রোহিত দলের দৃঢ়তা ও লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। গত নয় মাসে নানা উত্থান-পতন মোকাবিলা করেও ভারত অসাধারণ পারফর্ম করেছে। তার নেতৃত্বে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে। তবে একমাত্র হতাশার মুহূর্ত ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়।
বিজ্ঞাপন
মুম্বাই ইন্ডিয়ান্সের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিওতে রোহিত বলেন, "এই দলটি তিনটি বড় টুর্নামেন্টে যা অর্জন করেছে, তা দেখুন। এত ভালো খেলার পর মাত্র একবার হারা, তাও ফাইনালে— এটা ভাবতেই অবিশ্বাস্য লাগে।"
তিনি আরও বলেন, "কিন্তু কল্পনা করুন, যদি আমরা সেটাও জিততাম! তিনটি আইসিসি টুর্নামেন্টে অপরাজিত থাকা যেত! ২৪ ম্যাচের মধ্যে ২৩টি জয় পাওয়া অবিশ্বাস্য। বাইরে থেকে দারুণ দেখালেও, এই দল অনেক উত্থান-পতন পার করেছে।"
রোহিত জানান, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর ভারতীয় দলের মানসিকতায় পরিবর্তন আসে। দল স্পষ্টতা, আক্রমণাত্মক মানসিকতা ও সম্মিলিত দায়িত্ববোধের ওপর জোর দেয়।
বিজ্ঞাপন
ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার ব্যাপারে তিনি বলেন, "আমরা পরিষ্কার বার্তা দিয়েছিলাম— এটাই আমাদের প্রত্যাশা, এভাবেই খেলতে হবে। দলের মধ্যে স্বাধীনতা থাকতে হবে যাতে সবাই ভয়হীন হয়ে খেলতে পারে। কিছু সিরিজ হারলেও, আমরা কখনও আতঙ্কিত হইনি বা আমাদের কৌশল বদলাইনি।"
রোহিতের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন বিসিসিআই ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল, যদিও পরে তা স্থগিত করা হয়।
তিনটি আইসিসি টুর্নামেন্টের মাঝে ভারত কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিরল এক হোম টেস্ট সিরিজ হারের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও তারা সংগ্রাম করেছে। তবে রোহিত এসব চ্যালেঞ্জকে শিক্ষা হিসেবে দেখছেন।
"এই নয় মাস জীবনযাত্রারই প্রতিচ্ছবি— উত্থান-পতন থাকবেই। কোনো খেলোয়াড় যখন খারাপ সময়ের মধ্যে যায়, তখন সে লড়াই করে ফিরে আসতে চায়, সবকিছু পাল্টে দিতে চায়। আমরাও ঠিক সেটাই করেছি," বলেন রোহিত।