মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরিকল্পনা করে ছক্কা মারেন না পুরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ০৩:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

বিশ্বজুড়েই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ক্যারিবীয় ক্রিকেটারদের কদর আকাশচুম্বী। কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, সুনীল নারাইন থেকে শুরু করে হালের আরও অনেকেরই বেশ চাহিদা বাজারে। ক্যারিবীয় ক্রিকেটাররা কেনো এতো এতো জনপ্রিয় তা নিকোলাস পুরানের দিকে তাকালেই বুঝতে পারেন যে কেউই।

পুরান এবারের আইপিএলে খেলছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। আসরে নিজের প্রথম ম্যাচে ২৬ বলে ৭০ রান করেন তিনি। এই ইনিংস খেলতে ছয় চারের সঙ্গে মেরেছেন ৬ ছক্কা। তবে ম্যাচটিতে হেরে যায় লক্ষ্ণৌ। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচেও আগ্রাসী রূপে ছিলেন পুরান। ৩০ বলে ৭৫ রানের ইনিংস খেলার পথে ৬ চারের সঙ্গে সাত ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবীয় এই ব্যাটার।


বিজ্ঞাপন


সব মিলিয়ে এবারের আসরে ১৩ ছক্কা হাকালেও ক্যারিবীয় এই ব্যাটার জানিয়েছেন পরিকল্পনা করে ছক্কা হাঁকান না তিনি। তিনি বলেন, 'ছক্কা মারার পরিকল্পনা থাকে না। আমি চেষ্টা করি বল মারার আগে ভালো পজিশন নিতে, এরপর চেষ্টা করি টাইমিং করতে। গত ৯ বছর ধরে সহজাতভাবেই এমন খেলছি।'

প্রতিভার কারণেই এমন খেলা খেলতে পারেন জানিয়ে পুরান বলেন, 'আমি ব্যাট স্পিড নিয়ে কখনই কাজ করিনি। বলা যায় আমি ভাগ্যবানভাবে অবিশ্বাস্য প্রতিভাধর। বছরের পর বছর যেটা করে ফল পেয়েছি তা করে দলকে জেতাতে আনন্দ লাগে।'

সুযোগ পেলে দক্ষতা মেলে ধরার চেষ্টা করেন জানিয়ে পুরান বলেন, 'এখন ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামতে পারছি, পাওয়ার প্লেতে খেলছি। উইকেট ভালো থাকলে ফায়দা নেওয়াটা গুরুত্বপূর্ণ। যখন ম্যাচ-আপ মিলে যায় নিজের দক্ষতা মেলে ধরার চেষ্টা করি।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন