রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিপিএলে পারিশ্রমিক বির্তক নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। তবে আসরজুড়ে নানা বির্তকের জন্ম দিয়েছে এবার। যার মধ্যে পারিশ্রমিককেন্দ্রিক নেতিবাচক ঘটনার রেশ এখনো পুরোপুরি শেষ হয়নি। বিশেষ করে দুর্বার রাজশাহী সবচেয়ে বেশি অর্থনৈতিক সমস্যায় পড়েছে। এই কারণে ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছে।

বিপিএলের ভবিষ্যত কথা চিন্তা করে সংকট নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকসহ লজিস্টিক সাপোর্ট এবং বিপিএলে যোগ দেয়া থেকে নির্বিঘ্নে ফিরে যাওয়ার পুরো প্রক্রিয়া বিসিবি দেখভাল করবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিসিবি এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই বিসিবি দেখভাল করবে। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফি’র দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।’

পাশাপাশি বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফেরার জন্য সমস্ত লজিস্টিক ব্যবস্থাও তদারকি করবে বোর্ড। এছাড়া পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করতে এবং অর্থনৈতিক প্রোটোকল নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির বিবৃতিতে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এ ধরনের উদ্যোগ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে, স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’ 

এর আগে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মোফাত বলেছিলেন, ‘নন-পেমেন্ট ইস্যু চলতে থাকলে ভালো ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে আগ্রহ হারাবে। বিপিএলে বারবার এ ধরনের সমস্যা খুবই হতাশার। এটি অগ্রহণযোগ্য এবং খেলোয়াড়দের পারফরম্যান্সেও প্রভাব ফেলে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন