বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হেডের সন্তান কোহলি-রোহিতরা, অজি গণমাধ্যমে ভারতীয়দের ব্যঙ্গ 

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

হেডের সন্তান কোহলি-রোহিতরা, অজি গণমাধ্যমে ভারতীয়দের ব্যঙ্গ 

টুর্নামেন্টজুড়ে বিশ্বকাপ মাতিয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, মোহাম্মদ শামিরা। কে জানতো, বিশ্বকাপের ফাইনালে সমস্ত আলো কেড়ে নেবেন অজিরা! ভারতকে হারিয়ে ষষ্ঠ শিরোপ ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ফলে টুর্নামেন্টজুড়ে এমন দুর্দান্ত ক্রিকেট খেলার পরও ফাইনালে এমন হার সহ্য করতে পারেননি ভারতীয় সমর্থকরা। হারের পর রাগে-ক্ষোভে পাগল হয়ে সাইবার বুলিংয়ে ঝাঁপিয়ে পড়েছেন ভারতীয়রা। এবার একই পথে হাঁটলেন ট্রাভিস হেড-গ্লেন ম্যাক্সওয়েলরা। 

আরও পড়ুন- স্কালোনি যাবেন না কোপা আমেরিকার ড্র-তেও


বিজ্ঞাপন


আরও পড়ুন-‘পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে’

কোহলি-রোহিতদের ব্যঙ্গ করে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। ভারতীয়রা মনে করছে, এই পোস্টের মাধ্যমে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ভয়াবহ রকমের অপমান করা হয়েছে। কেবল ওই পোস্ট নয়, তাতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং অন্যতম ম্যাচ উইনার গ্লেন ম্যাক্সওয়েল লাইক দেয়ায় ভারতীয় নেটিজেনরা আরও ক্ষোভ ঝাড়ছেন। ওই পোস্টটি ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।

আরও পড়ুন-নতুন চাকরিতে যোগ দিলেন অ্যালান ডোনাল্ড 

আরও পড়ুন-ম্যারাডোনা চলে যাওয়ার তিন বছর


বিজ্ঞাপন


অজিদের ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম। ভারতীয় দলকে অপমান করে সেখানে লেখেন, ‘দক্ষিণ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি বিশ্ব রেকর্ড গড়ে ভারতের এগারো জন সন্তানের জন্ম দিয়েছে।’ এখানে সাউথ অস্ট্রেলিয়ান ম্যান বলতে ফাইনালে সেঞ্চুরি করা ট্রাভিস হেডের কথাই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন-ওয়ার্নারের অবসর নিয়ে মুখ খুললেন সাবেক অজি তারকা 

আরও পড়ুন-ফুটবলে রেফারিদের সহায়তা করছেন বিমানের পাইলটরা

india_austrila_

অজি সংবাদমাধ্যমের সেই ইনস্টাগ্রাম পোস্ট ভাইরালে ঝড় তুলেছে ক্রিকেটারদের আচারণ নিয়ে। কারণ প্রকাশের সঙ্গে সঙ্গে বিতর্কিত ছবিটি ভাইরাল হয়েছে সমাজি যোগাযোগ মাধ্যমে। এর সঙ্গে বিতর্ক বাড়িয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের একাধিক সদস্যের আচরণ। কামিন্স, ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারেরা সমাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিতর্কিত ছবিতে ‘লাইক’ দিয়েছেন। প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের এমন কুৎসিত অপমানের প্রতিবাদ না করে তারাও রসিকতায় অংশগ্রহণ করেছেন। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশ তাঁদের পাল্টা নিন্দা করেছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর