শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন চাকরিতে যোগ দিলেন অ্যালান ডোনাল্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ১১:০৯ এএম

শেয়ার করুন:

নতুন চাকরিতে ডোনাল্ড, সঙ্গী ডমিঙ্গো

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন- এই পাঁচ পেসারের হাত ধরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পেস ইউনিট। সূচনা হয়েছে নতুন দিগন্তের। এদের কারণেই টাইগাররাও এখন চার পেসার খেলানোর সাহস রাখে। তবে লাল-সবুজ দলে এমন পরিবর্তনের পেছনে অসীম অবদান যার তিনি সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকান এই কোচের হাত ধরেই বদলে যেতে থাকেন টাইগার পেসাররা। শুরুটা অবশ্য হয়েছিল ওটিস গিবসনের হাত ধরে। তবে গিবসন দায়িত্ব ছাড়ার পর তাসকিনদের অগ্রযাত্রাটা ধরে রেখেছিলেন ডোনাল্ড। কিন্তু অনেকটা আক্ষেপ নিয়ে দায়িত্ব ছেড়েছেন তিনি।


বিজ্ঞাপন


 

মূলত পরিবারকে সময় দেয়ার কারণেই নতুন করে আর চুক্তি নবায়ন করেননি ডোনাল্ড। বিসিবি থেকে নতুন চুক্তির প্রস্তাব দেয়া হলে প্রথম সায় দিয়েছিলেন তিনি, পরে মত পাল্টে দেশে ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে নিজ দেশে ফেরার অল্প সময়ের মাঝেই নতুন চাকরিতে যোগ দিয়েছেন সাবেক এই কিংবদন্তী পেসার। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড। দলটির বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।


বিজ্ঞাপন


এদিকে ডোনাল্ড সেখানে সঙ্গী হিসেবে পাচ্ছেন এমন একজনকে যিনি নিজেও ছিলেন টাইগারদের হেড কোচ। তিনি রাসেল ডমিঙ্গো। আগে থেকেই লায়ন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডমিঙ্গো। এবার তারই কোচিং প্যানেলে যোগ দিলেন ডোনাল্ড।

গত বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ডোনাল্ড। নিজের ক্যারিয়ারেও বেশ দুর্দান্ত ছিলেন ডোনাল্ড। ৭২ টেস্ট খেলেই ৩৩০ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া একদিনের ক্রিকেটে ১৭৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট নেন তিনি।      

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর