শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফুটবলে রেফারিদের সহায়তা করছেন বিমানের পাইলটরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

ফুটবলে রেফারিদের সহায়তা করছেন বিমানের পাইলটরা

গত সেপ্টেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল বনাম টটেনহাম ম্যাচে একটি গোল দিয়েছিলেন লুইস দিয়াজ। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে সেই গোলটি বাতিল করা হয় অফসাইড হয়েছে বলে। তবে সেটি আসলে অফসাইড ছিল না। ভিএআর নিয়ে ফুটবলার, কোচ এবং ফুটবল সংশ্লিষ্ট আরও অনেকেরই আছে এমন নানা ধরণের অভিযোগ। অনেক ক্ষেত্রেই ভিএআর এর কারণে ভুল সিদ্ধান্ত দেয়া হচ্ছে বলেও অভিযোগ আছে। এসব ভুলের মাত্রা কমাতেই এবার বিমানের পাইলটদের সহায়তা নেয়া হচ্ছে।

খেলার মাঠে তুমুল উত্তেজনাপূর্ণ মুহূর্তে, দর্শকদের উল্লাস সহ আরও বিভিন্ন কারণে প্রতিকূল পরিবেশে কীভাবে দুজন ব্যক্তির মধ্যে ঠিক ভাবে কথা বলে এবং কীভাবে সিদ্ধান্তগ্রহণ করে এ নিয়ে নানা ধরনের কথা ওঠেছে। এসব কারণেই বিমানের পাইলটদের শরণাপন্ন হয়েছেন প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়ালস লিমিটেডের (পিজিএমওএল) প্রধান ডেভিড ওয়েব।


বিজ্ঞাপন


 

 

বিমানের চালকরা সাধারণত প্রচন্ড চাপের মাঝে কাজ করে থাকেন। সামান্য সময়ের মাঝেই তাদের ন্না ধরণের দায়িত্ব পালন করতে হয় এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে যোগাযোগও রক্ষা করতে হয়। এসব বিবেচনায় নিয়েই পাইলটদের কাছে রেফারিদের প্রশিক্ষণ নেয়ার ব্যবস্থা করেছেন ওয়েব।


বিজ্ঞাপন


ইতিমধ্যেই ব্রিটিশ এয়ারওয়েজের দুজন পাইলট ক্রিস হেভেন ও পিট নটরাজ প্রিমিয়ার লিগের বেশ কয়েজন রেফারি এবং ম্যাচ অফিসিয়ালদের সামনে ৪৫ মিনিটের একটি প্রেজেন্টেশন দিয়েছেন। এ সময় তারা তাদের কাজের অভিজ্ঞতা জানিয়েছেন। কীভাবে চাপের মাঝেও নিজেদের মনোযোগ ধরে রাখতে হয় এসব জানিয়েছেন রেফারিদের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর