রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হজ মৌসুমে রেকর্ড সংখ্যক মুসল্লির রওজা জিয়ারত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

হজ মৌসুমে রেকর্ড সংখ্যক মুসল্লির রওজা জিয়ারত

মদিনা মুনাওয়ারায় গত হজ মৌসুমে পবিত্র রওজা মোবারক জিয়ারতকারীর সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। হারামাইন শরিফাইন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জিলকদ ও জিলহজ মাসে মোট ৩৪ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন ধর্মপ্রাণ মুসলমান নবীজি (স.)-এর রওজা শরিফ জিয়ারত করেছেন। একই সময়ে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন ১৯ লাখ ৫৮ হাজার ৭৬ জন মুসল্লি।

ইসলামি শরিয়তে রওজা জিয়ারতের বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (স.) বলেন, ‘যে ব্যক্তি আমার ওফাতের পর আমার রওজা জিয়ারত করল, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করল’ (দারাকুতনি: ২৬৯৪)। অন্য হাদিসে এসেছে, ‘যে আমার রওজা জিয়ারত করল, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল।’ (সহিহ মুসলিম)


বিজ্ঞাপন


আরও পড়ুন: নবীজির রওজা জেয়ারতের আদব

জিয়ারতকারীদের সুবিধার্থে আধুনিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ‘নুসুক’ ও ‘তাওয়াক্কালনা’ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন বুকিং সিস্টেম চালু করা হয়েছে। জিয়ারতের জন্য চারটি ধাপ নির্ধারণ করা হয়েছে: প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তারপর কিউআর কোড স্ক্যান করে কিছুক্ষণ অপেক্ষা করা এবং শেষে প্রবেশের অনুমতি পাওয়া।

৩৩০ বর্গমিটার আয়তনের রিয়াজুল জান্নাতে প্রতি ঘণ্টায় প্রায় ৮০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, প্রত্যেক জিয়ারতকারী গড়ে ১০ মিনিট সময় পেয়ে থাকেন। মসজিদে নববিতে নামাজের বিশেষ ফজিলত সম্পর্কে হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববি) এক নামাজ এক হাজার নামাজের সমান।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ৪/১১)

আরও পড়ুন: নবীজির রওজায় শিশুদের আনাগোনা, যেন নবীযুগের প্রতিচ্ছবি


বিজ্ঞাপন


কর্তৃপক্ষ জানিয়েছে, জিয়ারতকারীদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বছর হজ মৌসুমে জিয়ারতের এ রেকর্ড সংখ্যা মুসলিম উম্মাহর নবীপ্রেমেরই স্বাক্ষর বহন করছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর