নবীজির যুগে শিশুরা মসজিদে নববিতে আসত, খেলত, আনন্দ করত। প্রিয়নবীজি কখনও তাদের বাধা দেননি, ধমকও দেননি। শিশুদের জন্য কখনও তিনি নামাজও সংক্ষিপ্ত করেছেন। প্রিয়নবীজির সঙ্গে শিশুদের এই মধুর স্মৃতিই যেন মনে করিয়ে দিল হারামাইন শরিফাইনের তথ্যভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইন।
সম্প্রতি তাদের ফেসবুক পেজ মসজিদে নববিতে শিশুদের ইবাদতের কিছু ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একদল স্কুল শিক্ষার্থী রাসুলুল্লাহ (স.)-এর রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করছে। ছবিগুলো দেখে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রিয়াজুল জান্নাহ: পৃথিবীতে এক টুকরো জান্নাত
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারীরা শিক্ষার্থীদের সৌভাগ্যবান উল্লেখ করে তাদের জন্য দোয়া করেছেন। অনেকেই বলছেন, ‘আহ! আমি যদি ওই দলের ছাত্র হিসেবে থাকতাম।’ একজন লিখেছেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে মসজিদমুখী করা, তাদের অন্তরে রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি করে- এমন কাজ করা প্রত্যেক অভিভাবকের একান্ত দায়িত্ব। এমন শিক্ষা সফর সত্যিই আকর্ষণীয়।’ অনেকের মতে, ‘এটা সত্যিই আশীর্বাদ ভ্রমণ! একদিন এই শিশুরা বুঝতে পারবে, এই অভিজ্ঞতাটি কতটা মূল্যবান ছিল!’
আরও পড়ুন: শিশুর ইসলাম-প্রীতি বিকশিত হোক মসজিদ থেকে
ইনসাইড দ্য হারামাইন এ প্রকাশিত ছবিসম্বলিত পোস্টটির শিরোনাম ছিল দ্য মোস্ট লাক্সারিয়াস স্কুল ট্রিপ! তথা সবচেয়ে আকর্ষণীয় স্কুল সফর। তবে ছবিটি মদিনার কোন স্কুলের বা কবে তারা মসজিদে নববিতে এসেছিলেন, সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।