সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন ওমরার আবেদন করবেন যেভাবে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

নতুন ওমরার আবেদন করবেন যেভাবে

সৌদি আরবে হজের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হওয়ার পর দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় আবারও ওমরা কার্যক্রম চালু করেছে। এবারের (২০২৫ সালের) ওমরার আবেদন প্রক্রিয়া যেমন অনলাইন আবেদন, নিবন্ধন এবং অনুমতির পদ্ধতি অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। নিচে ধাপে ধাপে ওমরার আবেদন করার প্রক্রিয়া তুলে ধরা হলো।

১. উপযুক্ত ভিসা সংগ্রহ

ওমরা পালনের জন্য অবশ্যই একটি বৈধ ওমরা ভিসা থাকতে হবে। এর জন্য দুটি মূল উপায় রয়েছে: ক. ওমরা এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন খ. নুসুক (Nusuk) প্ল্যাটফর্ম থেকে সরাসরি আবেদন (যেসব দেশের জন্য অনুমোদিত)

২. নুসুক অ্যাপ বা ওয়েবসাইটে নিবন্ধন

সৌদি সরকারের অফিসিয়াল ওমরা অ্যাপ নুসুক (https://www.nusuk.sa) এ গিয়ে নিবন্ধন করতে হবে। অ্যাপে নিচের তথ্য দিতে হয়-

  • পাসপোর্টের তথ্য
  • ভিসা নম্বর
  • সফরের সময়সূচি
  • পছন্দের হোটেল ও যাতায়াত ব্যবস্থা

আরও পড়ুন: ‘নুসুক’ অ্যাপে ওমরার আবেদন শুরু, হজের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার

৩. মক্কা-মদিনায় অনুমতিপত্র সংগ্রহ

নতুন নিয়মে ওমরা ও মসজিদে নববি জিয়ারতের জন্য আলাদা করে সময় নির্ধারণ করে অনুমতি নিতে হয়। নুসুক অ্যাপ থেকেই নির্দিষ্ট সময় ও তারিখ নির্বাচন করে এই পারমিট ইস্যু করতে হয়।

৪. আবাসন ও পরিবহন নিশ্চিত করুন

নিবন্ধনের সময়ই হোটেল বুকিং ও ট্রান্সপোর্টের ব্যবস্থা করার অপশন দেওয়া হয়। চাইলে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেও ব্যবস্থা নেওয়া যাবে।

৫. কোভিড বা স্বাস্থ্যনির্ভর নিয়মকানুন

বর্তমানে কোভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা না থাকলেও সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরার সময় কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দিয়ে থাকে। যেমন- ইহরাম পালন ও তাওয়াফে স্বাস্থ্যবিধি, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য গাইডলাইন।

আরও পড়ুন: ওমরার সওয়াব ও নানা উপকার

গুরুত্বপূর্ণ কিছু শর্ত

  • বয়স কমপক্ষে ১২ বছর হতে হবে
  • ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ওমরা সম্পন্ন করতে হবে
  • নারী হাজিদের মাহরাম থাকা আবশ্যক (১৪-৪৫ বছরের ক্ষেত্রে পুরোনো নিয়ম অনুযায়ী)

অনলাইন আবেদন লিংকসমূহ

https://www.nusuk.sa – অফিসিয়াল নুসুক ওয়েবসাইট
https://visa.mofa.gov.sa – সৌদি ভিসা পোর্টাল

সৌদি সরকার আশা করছে, ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এবার আরও স্বচ্ছ ও নিরাপদভাবে মুসল্লিরা ওমরা পালন করতে পারবেন। তাই আগ্রহীরা এখনই আবেদন প্রক্রিয়া শুরু করে প্রস্তুতি নিতে পারেন।

সূত্র: সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর