সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হজের বিশেষ রোকন ‘জামারায় পাথর নিক্ষেপ’ করলেন হাজিরা (ভিডিও)

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

হজের বিশেষ রুকন ‘জামারায় পাথর নিক্ষেপ’ করলেন হাজিরা (ভিডিও)

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন ‘জামারায় পাথর নিক্ষেপ’ করেছেন সারাবিশ্ব থেকে মক্কায় হজ করতে আসা লাখো হাজি। ১০ জিলহজ, ঈদুল আজহার প্রথম দিন, মিনায় অবস্থিত বড় জামারা (জামারাতুল উকবা)-তে হাজিরা সাতটি করে কঙ্কর নিক্ষেপ করেন। এ সময় উচ্চারিত হচ্ছিল ‘আল্লাহু আকবার’, যা আল্লাহর প্রতি আনুগত্য ও শয়তানের প্রতীকের বিরুদ্ধে অবস্থানের প্রতীক।

পবিত্র দুই মসজিদের সংবাদমাধ্যম ইনসাইড দ্য হারামাই এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে হাজিদের শৃঙ্খলিত অংশগ্রহণ, আধুনিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।


বিজ্ঞাপন


ভিডিওতে দেখা যায়, দলে দলে হাজিরা জামারায় পাথর নিক্ষেপ করছেন। প্রত্যেকে সাতটি করে পাথর ছুড়ছেন প্রতীকী শয়তানের (বড় জামারা) দিকে। প্রতিটি নিক্ষেপের সময় উচ্চারণ ভেসে আসছে ‘আল্লাহু আকবার’।

haj-stone-satan

ইসলামি দৃষ্টিভঙ্গি ও ঐতিহাসিক পটভূমি

জামারাতে পাথর নিক্ষেপ হজরত ইবরাহিম (আ.)-এর স্মৃতিচারণ। শয়তান তাঁকে আল্লাহর আদেশ থেকে ফেরাতে চাইলে, তিনি শয়তানকে তিন স্থানে প্রত্যাখ্যান করে পাথর ছুড়ে তাড়িয়ে দেন। এ ঘটনার স্মরণেই মুসলমানরা হজে জামারায় পাথর নিক্ষেপ করেন। হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন আল্লাহর স্মরণ ও ইবরাহিম (আ.)-এর সুন্নত পালনের জন্য। সূর্যোদয়ের পর থেকে কঙ্কর নিক্ষেপের সময় শুরু হয়। তবে সুন্নত হলো সূর্য উঠার কিছু সময় পর দিনের আলোতে কঙ্কর নিক্ষেপ করা। জাবের (রা.) বলেন, ‘কোরবানির দিবসের প্রথম ভাগে (সূর্য উঠার কিছু পর) রাসুলুল্লাহ (স.) তাঁর উটের পিঠে আরোহণ অবস্থায় জামারায় কঙ্কর নিক্ষেপ করেছেন।’ (আবু দাউদ: ২/১৪৭)


বিজ্ঞাপন


আরও পড়ুন: হজে শয়তানকে পাথর মারতে হয় কেন?

ইবনে আব্বাস (রা.) বলেন, ‘তোমরা শয়তানকে পাথর নিক্ষেপ কর। তোমরা তোমাদের পূর্বপুরুষ ইবরাহিম (আ.)-এর রীতিকে অনুসরণ করছ।’ (সহিহ আত তারগিব: ১১৫৬) রাসুলুল্লাহ (স.) বলেন, ‘বায়তুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার সাঈ ও জামরাতে কঙ্কর নিক্ষেপের বিধান আল্লাহর জিকির কায়েমের উদ্দেশেই করা হয়েছে।’ (তিরমিজি: ৯০২)

হজ কর্তৃপক্ষের নিরাপত্তা ও ব্যবস্থাপনা

সৌদি হজ মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনী জামারায় হাজিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বহুতল জামারা ব্রিজ ও আলাদা প্রবেশ-প্রস্থান পথ চালু রেখেছে। বিশেষ গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক হাজিকে নির্ধারিত সময়ে পাথর নিক্ষেপ করতে বলা হয়েছে যাতে ভিড় ও দুর্ঘটনা এড়ানো যায়।

জামারাতে পাথর নিক্ষেপ শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মনের ভেতরকার ‘শয়তান’কে প্রতিহত করার দৃঢ় সংকল্প। ইনসাইড দ্য হারামইনে প্রকাশিত ভিডিও হাজিদের সে আত্মিক ও শারীরিক সাধনার একটি জীবন্ত দলিল।

আজ পবিত্র হজের তৃতীয় দিন। শুক্রবার (৬ জুন) স্থানীয় সময় ভোরেই মিনার উদ্দেশ্যে রওয়ানা দেন হাজিরা। সেখানে ফিরে জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছোঁড়া শেষে হাজিরা পশু কোরবানি করে ফিরবেন মক্কায়। সেই সাথে তাওয়াফ করবেন কাবাঘর। পরের দুদিন ১১ ও ১২ জিলহজ পালন করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। 

জামারায় পাথর নিক্ষেপের ভিডিও দেখুন : https://www.facebook.com/insharifain/videos/930113089185708

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর