রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘোড়ায় চড়ে সৌদি গেলেন ৩ হজযাত্রী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৫, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

ঘোড়ায়ে চড়ে সৌদি গেলেন ৩ হজযাত্রী

দ্রুতগতির ভ্রমণ সুবিধার এই যুগে হজ পালনের উদ্দেশ্যে এক অসাধারণ পথ বেছে নিয়েছেন স্পেনের তিন হজযাত্রী। হজ করার জন্য তারা ঘোড়ায় চড়ে ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আট মাসে সৌদি আরব পৌঁছেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে আন্দালুসিয়া থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। পথের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাদের। বিশেষ করে ইউরোপের ঠান্ডা সহ্য করতে হয় এবং সৌদি আরব পৌঁছেন প্রচণ্ড গরমের এই সময়ে। তারা মূলত তাদের পূর্বপুরুষদের ঘোড়ায় চড়ে হজে যাওয়ার স্মৃতিকে স্মরণ করতেই এই পথ বেছে নেন।


বিজ্ঞাপন


সিরিয়া, জর্ডান এবং তুরস্কের সীমান্তবর্তী এলাকা পেরিয়ে ১ মে সৌদি আরবের আল-কুরায়তের আল-হাদিসা চেকপোস্টে পৌঁছেন এই তিন হজযাত্রী। সেখানে আল-হাদিসা কেন্দ্রের প্রধান মামদুহ আল-মুতাইরি তাদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন এবং তাদের স্বাগত জানান।

আরও পড়ুন: ৩৭০ দিন হেঁটে হজে গেলেন ভারতীয় যুবক

ঘোড়া চড়ে সৌদি যাওয়া দলটির নেতা আবদুল কাদির হারকাসি বলেন, ‘আমাদের পূর্বপুরুষদের স্মৃতিকে সতেজ করতে আমরা ঘোড়ায় চড়ে হজযাত্রার পরিকল্পনা করেছি; যাতে আমরা অতীতের সেই কঠিন সময়ের কথা উপলব্ধি করতে পারি, যা প্রায় ৫৩৩ বছর আগে পর্যন্ত প্রচলিত ছিল।’


বিজ্ঞাপন


দীর্ঘ যাত্রা শুরুর আগে আরবীয় জাতের ঘোড়া নির্বাচন করা হয়। প্রস্তুত করার জন্য তাদের কয়েক মাসের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। যাত্রাপথে তাদেরকে বেশি ভোগায় শীতের তীব্রতা। কিন্তু তারা মোটেও মনোবল হারাননি। দীর্ঘদিন ধরে এই পবিত্র সফরের স্বপ্ন দেখে আসছিলেন তিন বন্ধু।

হারকাসি বলেন, আমরা আন্দালুসিয়া থেকে ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং বুলগেরিয়া হয়ে তুরস্কে পৌঁছি। এতে আমাদের ৬ মাস সময় লাগে যায়। পথে অনেক কষ্ট ছিল, বিশেষ করে শীতকাল পুরোদমে চলছিল, কিন্তু যে মনোবল নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, তা বরফের বাতাসেও আমাদের উষ্ণতা বজায় রেখেছিল।

আরও পড়ুন: হাজিদের সম্মান ও মর্যাদা

তিনি আরও বলেন, জর্ডানে পৌঁছানোর পর আমাদের অসাধারণ অভ্যর্থনা জানানো হয়। আমরা যেখানেই যেতাম, লোকেরা আমাদের ফুলের পাপড়ি বর্ষণ করত, স্বাগত জানাত এবং তাৎক্ষণিকভাবে এবং আনন্দের সঙ্গে আমাদের প্রতিটি চাহিদা পূরণ করত।

এভাবে বিভিন্ন দেশ পেরিয়ে ঘোড়ায় চড়ে তারা সৌদি আরব পৌঁছেন এবং এতে করে দীর্ঘ ৩৫ বছর ধরে অন্তরে লালন করা স্বপ্ন পূরণ হলো বলে জানান দলটির নেতা।

সূত্র: আল আরাবিয়া

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর