শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

ইতেকাফ কাজা আদায়ের নিয়ম কী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

রমজানের শেষ দশকের ইতেকাফ ভেঙ্গে গেলে রমজানের পর তা কাজা করা জরুরি। আর কাজা ইতেকাফের জন্য দিনের বেলা রোজা রাখা শর্ত। কারো যদি অসুস্থতার দরুন অপারগ হয়ে রোজা ভাঙতে হয়, তাহলে তার ইতেকাফও ভেঙে যাবে। (ফতোয়ায়ে শামি: ৩/৪৩১)

যেকোনো কারণে আপনার একদিনের ইতেকাফ ভেঙে গেলে আপনাকে এক দিনের ইতেকাফ কাজা করতে হবে। এক্ষেত্রে করণীয় হলো- রমজানের পরে কোনো এক দিন সূর্যাস্তের আগে মসজিদে ইতেকাফের নিয়তে অবস্থান করবেন। পরের দিন রোজা রাখবেন এবং ইফতার পর্যন্ত মসজিদে অবস্থান করবেন। এভাবে আপনার ছেড়ে দেওয়া ইতেকাফের কাজা আদায় হয়ে যাবে। (ফাতহুল কাদির: ২/৩০৮; রদ্দুল মুহতার: ২/৪৪৪)


বিজ্ঞাপন


কাজা ইতেকাফ চাইলে পরের রমজানেও আদায়ের সুযোগ রয়েছে। রমজানে কাজা ইতেকাফ আদায় করলে আপনাকে রমজানের রোজা রাখতে হবে। আর রমজান ছাড়া অন্য মাসে কাজা আদায়ের ক্ষেত্রে দিনের বেলা নফল রোজা রাখতে হবে। (রদ্দুল মুহতার: ২/৪৪৪-৪৪৫; আহকামে ইতিকাফ: ৫০)

আরও পড়ুন: ইতেকাফের গুরুত্বপূর্ণ মাসয়ালা

মানবীয় ও শরয়ি বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙে যায়। ফরজ গোসল ছাড়া সাধারণ গোসলের জন্যও ইতেকাফকারী মসজিদের বাইরে যেতে পারবেন না। ফতোয়ার কিতাবে এসেছে, গরম ও গায়ের দুর্গন্ধের কারণে গোসল করার জন্য বের হওয়া জায়েজ নেই। হ্যাঁ, যদি অতীব প্রয়োজন হয় এবং মসজিদে গোসলের সুব্যবস্থা থাকে, তাহলে মসজিদেই গোসল করবে অথবা ভেজা গামছা দিয়ে শরীর মুছে ফেলবে। আর ইস্তেঞ্জা করতে গিয়ে অজু পরিমাণ স্বল্প সময়ের মধ্যে সাবান ইত্যাদি ছাড়া স্বাভাবিক গোসল করতেও কোনো অসুবিধা নেই। (রদ্দুল মুহতার : ২/৪৪০, ২/৪৪৫, আহসানুল ফাতাওয়া : ৪/৫১৫) জানাজা ও রোগীর সেবা ইত্যাদির জন্য মসজিদ থেকে বের হলেও ইতিকাফ ভেঙে যাবে। (ফতোয়ায়ে শামি : ২/২১৩) 

আরও পড়ুন: ‘ইতেকাফ’ জাহান্নাম থেকে মুক্তির অনন্য আমল 


বিজ্ঞাপন


ইতেকাফ অবস্থায় মেসওয়াক অথবা ব্রাশ করার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে না। গেলে ইতেকাফ ভেঙে যাবে। হ্যাঁ, অজু করার জন্য বের হলে তখন মেসওয়াকও করে নেবে। শুধু মেসওয়াক বা ব্রাশ করার জন্য বাড়তি সময় যাতে নষ্ট না হয়। (শামি: ৩/৪৩৯) অসুস্থতার দরুন নিরুপায় হয়ে ডাক্তারের কাছে গেলেও ইতেকাফ ভেঙে যাবে। তবে অপারগতার দরুন গুনাহগার হবে না। (ফতোয়া কাজি খান: ১/২২৩)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর