মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে এবার রমজানে ১০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। পাঁচ সালামে ১০ রাকাত তারাবির নামাজশেষে জামাতে তিন রাকাত বিতির নামাজ আদায় করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
বিজ্ঞাপন
এর আগে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হতো পবিত্র দুই মসজিদে। ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়লে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে ১০ রাকাত করা হয়।
আরও পড়ুন: দ্রুত তারাবি পড়লে যে ক্ষতি
এরপর টানা কয়েক বছর ধরে মসজিদ দুটিতে ১০ রাকাত তারাবির নামাজ চলমান রয়েছে। ২০২৫ সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
তবে ধারণা করা হচ্ছে মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয়ার জন্যই ১০ রাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে। ফলে ওমরা ও নামাজ দুইটিই সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, তারাবি মাহে রমজানের রাতের একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ আমল। বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই তারাবি নামাজ জামাতের সঙ্গে ২০ রাকাত পড়া হয়। রমজান মাসের অবারিত খায়ের-বরকত, রহমত-মাগফেরাত লাভের ও ঘোষিত প্রতিদানপ্রাপ্তির জন্য তারাবির প্রভাব অপরিসীম। এক বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি: ৩৭, আবু দাউদ: ১৩৭১)
সূত্র: ইনসাইড দ্য হারামাইন