পবিত্র কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বরকতময় এই পানি পানে যে নিয়মগুলো সবাইকে মানতে হবে, তা হলো-
১. শান্তভাবে আল্লাহর নাম স্মরণ করে পান করা
২. এই পানি পানের সময় আল্লাহর সন্তুষ্টি চাওয়া
৩. ডান হাতে পানি পান করা
৪.পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা
৫. মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকা
বিজ্ঞাপন
আরও পড়ুন: জমজমের পানি পানের দোয়া
৬. জমজমের পানির ট্যাপ ছেড়ে অজু না করা
৭. পানি পানের পর কাপগুলো যথাস্থানে রাখা
৮. ঠেলাঠেলি না করা ও ভদ্রতা বজায় রাখা
আরও পড়ুন: জমজম কূপ: আল্লাহর এক বিস্ময়কর নিদর্শন
ওমরা পালন করতে প্রতিদিনই মক্কায় ভিড় করেন হাজার হাজার মুসল্লি। ওমরাশেষে বেশিরভাগই মদিনার মসজিদে নববীতে যান। সৌদি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় এক কোটি ৩৫ লাখ মুসল্লি ওমরা পালন করেছেন। আগামী বছর সে সংখ্যা দেড় কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। সে লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোতে অনেক সুবিধা চালু করেছে দেশটি।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ