মুমিনের কামনা-বাসনা হলো শহীদি মৃত্যু। কেননা এই মৃত্যু সর্বোত্তম ও সবচেয়ে সম্মানজনক। ইসলামের দৃষ্টিতে শহীদরা মৃত নয়, বরং জীবিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের তোমরা মৃত বলো না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না।’ (সুরা বাকারা: ১৫৪)
আরও ইরশাদ হয়েছে, ‘আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করবে, অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী হোক, অচিরেই আমি তাকে দেব মহাপুরস্কার।’ (সুরা নিসা: ৭৪)
বিজ্ঞাপন
আরও পড়ুন: শহীদের মৃত্যুযন্ত্রণা হয় কি?
আল্লাহ তাআলার কাছে শহীদদের জন্য নানা পুরস্কার বরাদ্দ রয়েছে। এক হাদিসের বর্ণনায় ছয়টি বড় পুরস্কার দেওয়া হবে তাঁদের। হাদিসটি হলো— لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ: يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ، وَيَرَى مَقْعَدَهُ مِنَ الجَنَّةِ، وَيُجَارُ مِنْ عَذَابِ القَبْرِ، وَيَأْمَنُ مِنَ الفَزَعِ الأَكْبَرِ، وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الوَقَارِ، اليَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَيُزَوَّجُ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الحُورِ العِينِ، وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِهِ অর্থাৎ ‘শহীদ আল্লাহ পাকের পক্ষ হতে বড়বড় ছয়টি পুরস্কার পাবে। ১. তাঁকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতী নিবাস দেখনো হবে। ২. কবরের আজাব মাফ করে দেওয়া হবে। ৩. হাশরের ময়দানে যখন ব্যতিক্রম ছাড়া সবাই সন্ত্রস্ত ও পেরেশান থাকবে, তখন আল্লাহ পাক তাঁকে সেই পেরেশানি ও বিভীষিকা থেকে মুক্ত রাখবেন। ৪. সেদিন তাঁর মাথায় এমন একটি সম্মাননা মুকুট পরানো হবে, যার একেকটি হীরা ও মুক্তা দুনিয়া ও তার সবকিছু থেকে দামী হবে। ৫. স্ত্রী হিসেবে তাঁকে ৭২ জন হুর দেওয়া হবে এবং ৬. তাঁর নিকটজনদের মধ্যে হতে ৭০ জনের ব্যাপারে তাঁর সুপারিশ গ্রহণ করা হবে।’ (সুনানে তিরমিজি: ১৬৬৩)
আরও পড়ুন: শহীদি মৃত্যু লাভের দোয়া
এমনকি আল্লাহর রাস্তায় কেউ যদি কষ্টের সম্মুখীন হয়, কারো শ্লীলতা হানি হয়, ধন-সম্পদ লুণ্ঠিত হয়, তারাও বড় বড় সম্মানপ্রাপ্ত হবেন, যা দেখে ওলী-বুজুর্গরাও ঈর্ষা করবেন। মূলত যারা আল্লাহর দ্বীনের কাজ করার অপরাধে নানা ধরনের ক্ষতি ও বঞ্চনার শিকার হন, আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাদেরকে জনসমক্ষে এমন মর্যাদা দান করবেন, অন্যরা তা দেখে আক্ষেপ করবে। সামান্য ‘বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে, তখন (পৃথিবীর) বিপদমুক্ত মানুষেরা আফসোস করে বলবে, হায়! দুনিয়াতে যদি কাঁচি দ্বারা তাদের শরীরের চামড়া কেটে টুকরা টুকরা করে দেওয়া হতো!’ (তিরমিজি: ২৪০২)
বিজ্ঞাপন
হে আল্লাহ! দ্বীনের পথে থাকার তাওফিক দান করুন। ন্যায়বিচার ও দ্বীন প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনে দৃঢ় রাখুন। মৃত্যুই যদি দেন, তাহলে তা যেন শহীদি মৃত্যু হয়। আমিন।

