মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শহীদি মৃত্যু লাভের দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

শহীদি মৃত্যু লাভের দোয়া

মুমিনের কামনা-বাসনা হলো শহীদি মৃত্যু। কেননা এই মৃত্যু সর্বোত্তম ও সবচেয়ে সম্মানজনক। নবীজি (স.) আল্লাহর কাছে শাহাদত কামনা করতেন। সাহাবায়ে কেরাম (রা.) সর্বদা শাহাদাতের মৃত্যু কামনা করেছেন।

হজরত ওমর (রা.) এই দোয়া করতেন বলে সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে—اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াঝআল মাওতি ফি বালাদি রাসুলিকা’ অর্থ: ‘হে আল্লাহ! আমাকে আপনার রাস্তায় শাহাদাত নসিব করুন এবং আমার মৃত্যু আপনার রাসুলের শহরে দান করুন।’ (সহিহ বুখারি: ১৮৯০)


বিজ্ঞাপন


আরও পড়ুন: মৃত্যুর কথা ভুলে থাকার পরিণাম

অথবা দোয়াটি এভাবেও করা যায়— اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ উচ্চারণ: ‘আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি সাবিলিক, ওয়াঝআল মাওতি ফি বালাদি রাসুলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’ অর্থ: ‘হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু দিন এবং মৃত্যু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শহরে দিন।’ (সহিহ বুখারি: ১৭৬৯)

আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সম্মানজনক শহীদি মৃত্যু দান করুন। প্রখ্যাত সাহাবি হজরত ওমর (রা.)-এর অনুসরণে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর