শুক্রবার, ৩ মে, ২০২৪, ঢাকা

জান্নাত

জান্নাত মুমিনের চিরস্থায়ী ভোগ-বিলাসের স্থান। যেখানে মৃত্যু নেই, রোগ-বালাই নেই, বার্ধক্য নেই। সকল আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার স্থান জান্নাত। ইসলামি পরিভাষায়, আখেরাতে ঈমানদার ও নেককার বান্দাদের জন্য যে আবাস্থল তৈরি করে রাখা হয়েছে, তাকে জান্নাত বলা হয়। জান্নাত কেমন হবে, ৮ টি জান্নাতের নাম অর্থসহ, জান্নাত অর্থ কি, জান্নাতে মানুষের বয়স, জান্নাত কয়টি, জান্নাত সম্পর্কে হাদিস, জান্নাতের পাখির নাম ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে এই অধ্যায়।

শেয়ার করুন: