বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জানাজার নামাজে ভুলে ৫ তাকবির দিলে করণীয় কী?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

জানাজার নামাজে ভুলে ৫ তাকবির দিলে করণীয় কী?

কোনো মুসলমান মারা গেলে তার মাগফেরাতের জন্য মৃতদেহকে সামনে নিয়ে বিশেষ নিয়মে যে দোয়া করা হয় তারই নাম জানাজা। ইসলামি শরিয়তে জানাজা, কাফন-দাফন ইত্যাদি জীবিত মুসলমানদের ওপর মৃতদের অধিকার। জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া তথা সামগ্রিক ফরজ। যদি সমাজের একদল মানুষ মৃত ব্যক্তির জানাজা আদায় করে, তবে সবাই দায়মুক্ত হয়ে যাবে। 

এ নামাজের তাকবির চারটি। চার তাকবিরের বেশি বলা ভুল। তাবে এ ভুলের কারণে নামাজ নষ্ট হয় না। তাই ভুলে এভাবে জানাজা পড়া হলে ওই জানাজা আদায় হয়ে গেছে। আর ইমাম কখনো চার তাকবিরের বেশি বলে ফেললে মুক্তাদিরা অতিরিক্ত তাকবিরে ইমামের অনুসরণ না করে চুপ থাকবে। অতপর ইমাম যখন সালাম ফেরাবেন তখন মুক্তাদিরাও তার সঙ্গে সালাম ফেরাবেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন
জানাজার নামাজের তাকবির ছুটে গেলে করণীয় কী
জানাজার নামাজে জুতা খুলে দাঁড়াতে হয় কি?
জানাজার নামাজের নিয়মকানুন, গুরুত্ব ও ফজিলত

উল্লেখ্য, জানাজার নামাজে প্রথম তাকবিরের পর ছানা, দ্বিতীয় তাকবিরের পর দরুদ, তৃতীয় তাকবিরের পর দোয়া এবং চতুর্থ তাকবিরের পর সালাম ফেরাতে হয়। শুধু প্রথম তাকবিরে হাত উঠাবে আর কোনো তাকবিরে হাত উঠানোর বিধান নেই। জানাজার নামাজের ফরজ দুইটি—চারবার ‘আল্লাহু আকবার’ বলা ও দাঁড়িয়ে জানাজা পড়া। জানাজা সহিহ হওয়ার জন্য লাশ উপস্থিত থাকা শর্ত। জানাজার সুন্নত তিনটি। ১. আল্লাহর হামদ ও সানা পড়া।  ২. নবীজি (স.)-এর ওপর দরুদ পড়া। ৩. মৃত ব্যক্তির জন্য দোয়া করা। (ইলাউস সুনান: ৮/১৭৪)

(শরহুল মুনইয়া: ৫৮৬; আদ্দুররুল মুখতার: ২/২১৪; আলমুহিতুল বুরহানি: ৩/৭৫

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর