বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ঢাকা

জানাজার নামাজের তাকবির ছুটে গেলে করণীয় কী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

জানাজার নামাজের তাকবির ছুটে গেলে করণীয় কী

জানাজার নামাজ অনেক ফজিলতপূর্ণ আমল। হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনও মুসলমানের জানাজায় শরিক হয়ে নামাজ পড়ে এবং তাকে কবরও দেয় সে দুই কিরাত নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু জানাজার নামাজ পড়ে কিন্তু মাটি দেয় না, সে এক কিরাত নেকি পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, দুই কিরাতের পরিমাণ কতটুকু? তিনি (স.) বললেন, প্রত্যেক কিরাত উহুদ পাহাড় সমান নেকি।’ (বুখারি: ৪৭; মুসলিম: ৯৪৫; তিরমিজি: ১০৪০; নাসায়ি: ১৯৯৪; আবু দাউদ: ৩১৬৮; ইবনে মাজাহ: ১৫৩৯)

জানাজার নামাজে তাকবির রয়েছে চারটি। তাকবিরগুলোর মাঝখানে আল্লাহর হামদ ও সানা, নবীজির ওপর দরুদ, মৃতব্যক্তির জন্য দোয়া পাঠ করা হয়। জানাজার নামাজে চার তাকবির বলা ফরজ। একটি তাকবির ছুটে গেলেও জানাজার নামাজ সহিহ হয় না। কেউ জানাজা নামাজে শরিক হওয়ার আগেই এক বা দুই তাকবির মিস করলে তার করণীয় হলো- ইমামের পরবর্তী তাকবিরের জন্য অপেক্ষা করা এবং ইমামের সাথে তাকবির বলে নামাজে শরিক হওয়া।


বিজ্ঞাপন


আরও পড়ুন
জানাজার নামাজ পড়ার নিয়ম
জানাজার কাতার বিজোড় হওয়া কি জরুরি?
জানাজার নামাজে জুতা খুলে দাঁড়াতে হয় কি?

এরপর ইমাম যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, তখন পূর্বে শুধু ছুটে যাওয়া তাকবিরগুলো একে একে বলা (অর্থাৎ সালাম ফেরানোর আগে চার তাকবির সম্পন্ন করা)। তবে, ছুটে যাওয়া তাকবিরগুলো অবশ্যই জানাজার খাটিয়া উঠানোর আগেই বলে নিতে হবে। খাটিয়া উঠিয়ে ফেলার পরে আর তাকবির বলা যাবে না।  

এক্ষেত্রে দোয়া পড়া আবশ্যক নয়। অবশ্য যদি মৃতের খাটিয়া উঠানোর আগে আগে দোয়া ও তাকবির উভয়টি পড়ার সময় পাওয়া যাবে বলে মনে হয় তাহলে পড়বে। আর খাটিয়া উঠিয়ে ফেলার আশংকা থাকলে দোয়া পড়বে না; বরং শুধু তাকবিরগুলো বলে নিবে।

(ফতোয়া তাতারখানিয়া: ৩/৫১; হাশিয়াতুশ শুরুমবুলালি আলাদ্দুরার: ১/১৬৪; ফতোয়া হিন্দিয়া: ১/১৬৫; খুলাসাতুল ফতোয়া: ১/২২৩; বাদায়েউস সানায়ে: ২/৫৩; মাজমাউল আনহুর: ১/২৭৩)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর