কোনো মুসলমানের মৃতদেহ সামনে নিয়ে মাগফেরাতের জন্য বিশেষ নিয়মে যে দোয়া করা হয় তারই নাম জানাজা। ইসলামি শরিয়তে জানাজা, কাফন-দাফন ইত্যাদি জীবিতদের ওপর মৃতদের অধিকার। জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া তথা সামগ্রিক ফরজ। তাছাড়া এটি অনেক ফজিলতপূর্ণ আমল হওয়ায় সবাই চেষ্টা করেন জানাজায় শরিক হতে।
জানাজার নামাজে অনেককে দেখা যায়, জুতা খুলে তার উপর দাঁড়ান। আবার অনেকে মাটিতে দাঁড়ান। আবার অনেকে জুতাসহই নামাজ পড়েন। প্রশ্ন হলো- এভাবে জুতা পরে নামাজ পড়া জায়েজ কি না, এক্ষেত্রে সঠিক নিয়ম কী?
বিজ্ঞাপন
জানাজার নামাজের নিয়মকানুন, গুরুত্ব ও ফজিলত
জানাজা শেষে মৃতব্যক্তির চেহারা দেখা যাবে কি?
জানাজা আংশিক ছুটে গেলে করণীয়
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জায়গা পাক হওয়া নামাজের মতো জানাজার জন্যও শর্ত। তাই নামাজি ব্যক্তির জুতা ও পায়ের নিচের মাটি উভয়টি যদি পবিত্র হয় তবে জুতা পরেও জানাজা নামাজ পড়া জায়েজ আছে। আর দাঁড়ানোর স্থান পবিত্র হলে জুতা খুলেও দাঁড়াতে পারবে। আর দাঁড়ানোর স্থান অথবা জুতার নিচে অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়বে। কেননা জুতার উপর অংশ সাধারণত পাকই থাকে।
নবজাতকের জানাজা পড়তে হবে কি?
অপ্রাপ্তবয়স্ক মেয়ের জানাজায় যে দোয়া পড়বেন
নারী বা পুরুষের জানাজায় যে দোয়া পড়বেন
প্রকাশ থাকে যে, জুতার তলা যেহেতু অপবিত্র হওয়ার আশংকাই বেশি তাই মসজিদের বাইরে জানাজার নামাজ পড়লে জুতা পায়ে দিয়ে নামাজ না পড়াই উচিত। এক্ষেত্রে সতর্কতা হলো- জুতা খুলে তার উপর দাঁড়ানো।
(আলবাহরুর রায়েক: ১/২৬৮; হিন্দিয়া ১/৬২; শরহুল মুনইয়াহ: ২০৮; তাতারখানিয়া: ২/৩১)